স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো বৃহস্পতিবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো,  ছবি: বার্তা২৪

স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো, ছবি: বার্তা২৪

সর্ব্বোচ্চ ৭৫ শতাংশ বৃত্তিসহ মালয়েশিয়ার ঝিয়ামেন এবং কেডিইউ ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ দিতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজন করা হচ্ছে দিনব্যাপী 'স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো'।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই এক্সপো চলবে।

বিজ্ঞাপন

মালয়েশিয়া ভিত্তিক শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান নলেজ হাব ও একাডেমিয়া ইন্টারন্যাশনাল বুধবার (২০ মার্চ) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।

নলেজ হাবের প্রতিষ্ঠাতা আরিফ সৈয়দ বলেন, ‘মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চশিক্ষা বিষয়ে বৃত্তি, ভর্তি, ভিসা ইত্যাদির তথ্য দিয়ে সহযোগিতা করছি শিক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের টিমের সদস্যরা মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চশিক্ষা সম্পন্ন করায় তাদের রয়েছে বাস্তব অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বার্ষিক ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে ঝিয়ামেন বিশ্বের সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটি যা ব্যবসা, প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল মিডিয়া, যোগাযোগ ও অন্যান্য বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এখানে রয়েছে শিক্ষার পাশাপাশি পার্টটাইম চাকরির ব্যবস্থাও।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিয়ামেন ইউনিভার্সিটির মালয়েশিয়া ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস ডিভিয়েন সিউ, একাডেমিয়া ইন্টারন্যাশনালের হেড অব অপারেশন্স মোহাম্মদ শরীফ হোসেন, কেডিইউ ইউনিভার্সিটি কলেজের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যুবরাজ চন্দ্র সেগারান ও ব্রাইট ফিউচারের এমদাদুল হাকিম চৌধুরী প্রমুখ।