রসিকে মশক নিধন কার্যক্রম শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মশক নিধন কর্মসূচি, ছবি: বার্তা২৪

মশক নিধন কর্মসূচি, ছবি: বার্তা২৪

ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ সকল রোগ জীবানু প্রতিরোধে এবং মশা থেকে নগরবাসিকে স্বস্তি দেয়ার লক্ষ্যে রংপুরে শুরু হয়েছে মশক নিধন কর্মসূচি।

বুধবার (২৭ মার্চ) সকালে রংপুর মহানগরীর কেরামতিয়া মসজিদ সংলগ্ন শ্যামা সুন্দরী খালের উপর এই কর্মসুচীর উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিজ্ঞাপন

এ উপস্থিত সময় ছিলেন- রংপুর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুনতাছির শামীম লাইকো, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শাহিদুর রহমান ও সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা হাসান রাহি প্রমুখ।

রংপুর সিটি করপোরেশনের (রসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নগরীর ৩৩টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন