আইসিটি হবে রাজস্ব আয়ের প্রধান খাত: মেয়র নাছির

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ভবিষ্যতে আইসিটি সেক্টর দেশের রাজস্ব আয়ের প্রধান খাত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে জিইসি কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম-২০১৯’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মেয়র বলেন, চসিক এখন ডিজিটাল হয়েছে। চসিকের টেন্ডার ব্যবস্থা ডিজিটাল পদ্ধতিতে করা হয়। আমাদের নতুন প্রজন্ম অনেক এগিয়ে আছে। তাই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ছোট শিশু ডিজিটাল তথ্য প্রযুক্তি সম্পর্কে জানে। আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। যত দ্রুত সম্ভব, এগিয়ে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/28/1553791668578.jpg

বিজ্ঞাপন

বাংলাদেশ কম্পিউটার সমিতির চেয়ারম্যান মো. সুফিয়ান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার, মহাসচিব মোশারফ হোসেন সুমন, সহ-সভাপতি আমিনুর ইসলাম ও মেলা কমিটির আহবায়ক দিদারুল আলম জুয়েল।

নগরীর জিইসি কনভেনশন সেন্টারের ‘বিসিএস ডিজিটাল এক্সপো’তে ১৮টি প্যাভিলিয়নে ৬৪টি স্টল রয়েছে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা।