গেন্ডারিয়ায় নকল ওষুধের কারখানায় অভিযান



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

রাজধানীর গেন্ডারিয়ার নকল ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। নকল ওষুধ জব্দ করতে কারখানাটিতে পুলিশের অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে ভেজাল ওষুধ তৈরির কারখানটির সন্ধান পেয়ে পুলিশ অভিযানে নামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের তাঁতিবাড়ি এলাকায় ভেজাল ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছি।’

অভিযান শেষে পুলিশ জানায়, কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জানতে চাইলে অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, কারখানাটির কোনো নাম নেই। চক্রটি একটি বাসাবাড়ির কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে ভেজাল ওষুধ তৈরি করতো। এসব ওষুধ তারা বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির নামে বিক্রি করতো। 

এই ঘটনায় ভেজাল প্রতিরোধে প্রচলিত আইনে মামলা করা হবে বলেও জানায় পুলিশ।

   

অসত্য তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে: সাবেক সেনাপ্রধান আজিজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মার্কিন নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন বলে মন্তব্য করে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ বলেছেন, অসত্য তথ্যের ভিত্তিতে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি এমন কিছু করিনি যাতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সুনাম ক্ষুন্ন হবে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক এই সেনাপ্রধান।

নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের পক্ষ থেকে আগে কিছুই জানানো হয়নি দাবি করে সাবেক সেনাপ্রধান আজিজ বলেন, বিজিবি মহাপরিচালক এবং সেনাবাহিনীর প্রধান থাকাকালীন আমার ভাইয়েরা বা নিকটাত্মীয় কেউ এসব প্রতিষ্ঠানে ঠিকাদারি করেছে তার তথ্য প্রমাণ দিতে পারলে সব মেনে নেবেন।

তিনি দাবি করেন, কোনো তথ্য প্রমাণ ছাড়া তো অভিযোগ প্রমাণিত নয়। যুক্তরাষ্ট্র কীসের ভিত্তিতে কোন অভিযোগের ওপর ভিত্তিতে আমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারাই ভালো বলতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা বিরুদ্ধে আইনি বা অন্য কোনো প্রক্রিয়া না যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোন আইনি প্রক্রিয়া বা প্রতিবাদ জানাবেন কী না, জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, আমি মনে করি এগুলো সত্য নয়। তাই এর প্রতিবাদ জানানোর প্রয়োজন মনে করছি না। তিনিসহ তার পরিবারের যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়ে তথ্য জানতে চাইলে, কোনো মন্তব্য করতে চাননি তিনি।

তিনি আরও বলেন, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। তার সঙ্গে এই নিষেধাজ্ঞা সম্পৃক্ত ওতপ্রোতভাবে। অভিযোগ দুইটা একই, কিন্তু এখানে বিস্তারিত বলা হয়নি।

আজিজ আহমেদ বলেন, আমাকে যে দুই কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তার কী কোনো ভিত্তি আছে? তারা বলেছে, আমি আমার পদ-পদবি দিয়ে আমার ভাইকে নাকি সহযোগিতা করেছি। আমি কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে। তারা আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ তুলেছে তার কোনো প্রমাণ থাকলে আমাকে দিক।

;

রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুর ঘটনায় একদিনের শোক পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৯ মে (রোববার) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে আগামী ২৩ মে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বৃহস্পতিবার নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

;

কসবায় কাপ পিরিচ প্রতীকে প্রকাশ্যে সিল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ছাইদুর রহমানের কাপ পিরিচ প্রতীকে প্রকাশ্যে চলছে সিল। মো. ছাইদুর রহমান আইনমন্ত্রী আনিসুল হকের আপন ফুফাত ভাই।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার মেহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরুষ বুথে প্রকাশ্যে সিল দিতে দেখা যায়। এসময় প্রিজাইডিং অফিসারকে বিষয়টি জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মেহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ২ নং বুথে গিয়ে দেখা যায়, একজন ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে সিল দিচ্ছে। প্রকাশ্যে সিল দেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোন সমস্যা নাই বলে জানান। পরে বিষয়টি প্রিজাইডিং অফিসার সোলাইমানকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। পাশাপাশি তিনি সাংবাদিকদের যা পারেন করেন বলে ওই ভোটারকে ছেড়ে দিয়ে চলে যান।

অন্যদিকে কুটি অটল বিহারি উচ্চ বিদ্যালয়, মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট ও প্রকাশ্যে সিল দেওয়ার অভিযোগ করেছেন আনারস প্রতীকের প্রার্থী রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন।

প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে প্রিজাইডিং অফিসার জানান, ওই ভোটারের ঘাড়ে ব্যথা থাকায় তিনি এভাবে ভোট দিয়েছেন। প্রকাশ্যে সিল দেওয়া অন্যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, অন্যায় তবে কিছু করার নাই। আপনাদের যা ভাল লাগে করেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিওটি পেয়েছি। এটি যাচাই বাছাই করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে । বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

;

গাইবান্ধায় ভোটার উপস্থিতি কম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় গাইবান্ধার তিন উপজেলা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে চলছে ভোট গ্রহণ। মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। তবে, শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা ভোট সংশ্লিষ্টদের।

সকাল ১০টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় নারী ভোট কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৫২টি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজর ৮৮২টি। সে হিসেবে এই কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ২ দশমিক ৭ শতাংশ। এসব বিষয় বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ এইস এম হুমায়ুন কবির।

এছাড়া একই সময়ে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট পড়েছে ৯৭টি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৬৮টি। এই কেন্দ্রে ভোট পড়েছে ৫.৮ শতাংশ। যা বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একেএম মোরশেদুল রশিদ।

অন্যদিকে, ভোট চলাকালীন পুরো সময়ের অর্ধেক সময়ে অর্থ্যাৎ বেলা ১২টা পর্যন্ত সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রধাকৃষ্ণপুর কেন্দ্রে ভোট পড়েছে ৬১৬টি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৩টি। মোট ভোটের হিসেবে দিনের অর্ধেক বেলায় ভোট পড়েছে ১৮ শতাংশ। এসব বিষয় বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইটিং অফিসার শাহ মেহেদী মাসুদ।

এসব কেন্দ্রে ভোটারের লাইন না থাকলেও বিচ্ছিন্নভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন এসব ভোটার। এছাড়া কেন্দ্রের বাহিরেও ভোটার বা সমর্থকদের কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি।

এ পর্যন্ত জেলার তিন উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অনেক কেন্দ্রেই ভোটার না থাকায় দায়িত্বরত আনসার সদস্যদের মোবাইল ব্যবহার করে অলস সময় পার করতেও দেখা গেছে।

;