নীলফামারীর কিশোরগঞ্জে তাঁতিলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাহাবুল ইসলামকে (২৮) আটক করেছে থানা পুলিশ ।
রবিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
সাহাবুল ইসলাম নিতাই ইউনিয়নের বাসিন্দা ও তিনি উপজেলা তাঁতিলীগের আহ্বায়খ কমিটির সদস্য ছিলেন বলে জানা যায়।
বিস্তারিত আসছে ....
আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর (পিআইডি)। অধিদফতর থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ০৩ নভেম্বর আরো ২৯ জনের কার্ড বাতিল করে সরকার।
এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মোট ১৬৭ সাংবাদিকের কার্ড বাতিল করলো।
প্রতিদিনের মতো মাদ্রাসায় পড়তে গিয়েছিল মোহাম্মদ সামিদ। কিন্তু ছুটি হলেও সে ঘরে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবারের সদস্যরা ছুঁটে যান মাদ্রাসায়। সেখানেও পাওয়া যায়নি সামিদকে। একপর্যায়ে বাড়ির পাশের এক পুকুরে পাওয়া যায় তার নিথর দেহ। ছয় বছরের শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মোহাম্মদ সামিদ দৈনিক আজাদীর চট্টগ্রাম অফিসের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলামের সন্তান। এই সাংবাদিকের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামিদের মামা মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘প্রতিদিনের মতো সামিদ স্থানীয় দারুল হিকমা মাদ্রাসায় পড়তো। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাদ্রাসার ছুটি হলে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে মাদ্রাসায় খুঁজতে যান। ছুটির পর মাদ্রাসা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়ার যায়।পুকুর থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শারীরিক পরীক্ষা করে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
মোহাম্মদ সামিদের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে শিশু সামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্তর্বর্তী সরকারের তিন মাসের মধ্যে নতুন আরও তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন তিনজনের মধ্যে দুজনকে দপ্তর বণ্টন এবং বর্তমান উপদেষ্টাদের মধ্যে সাতজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। তবে শপথ নেওয়া নতুন উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে কোনো মন্ত্রণালয় বা বিভাগের কথা উল্লেখ করা হয়নি।
রোববার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন উপদেষ্টাদের মধ্যে শেখ বশিরউদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়; ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; হাসান আরিফ ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়; আসিফ মাহমুদ সজীব ভূইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।