গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ নাগরিক সমাজের

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও কমিশনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে  বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ, ছবি: বার্তা২৪.কম

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও কমিশনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ, ছবি: বার্তা২৪.কম

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও কমিশনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানের কোনো সদস্য কারো পক্ষপাত অবলম্বন করতে পারেনা। অথচ শুনানি চলাকালে কমিশন একজন সদস্য মূল্যবৃদ্ধির পক্ষে বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, মহামান্য হাইকোর্ট ৩১ শে মার্চ তাদের রায় বলেছেন, কোম্পানিসমূহের দুর্নীতি ৫০ শতাংশ কমালে গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রয়োজন হবে না। কমিশনকে দুর্নীতি তদন্ত করতে নির্দেশ প্রদান করেন। কিন্তু এই নির্দেশের ১৬ দিন অতিবাহিত হলেও কমিশন আজ অব্দি কোনো ব্যবস্থা নেয়নি। এমতাবস্থায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব একেবারেই অযৌক্তিক।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিকগণ যেহেতু কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না। তাই গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সুরাহা করে দিয়ে মূল্যবৃদ্ধি না করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণে অনুরোধ করছি।

মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন