উচ্ছেদের আগে পুনর্বাসন চান লালদিয়া চরবাসী

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধনে লালদিয়া চরবাসী, ছবি: বার্তা২৪

মানববন্ধনে লালদিয়া চরবাসী, ছবি: বার্তা২৪

চট্টগ্রামের পতেঙ্গা লালদিয়া চরবাসীদের উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নারী ও শিশুসহ কয়েক হাজার লোক বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাহ আমানত বিমানবন্দর সড়কে মানববন্ধনে যোগ দেন।

সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ডভুক্ত লালদিয়া চর এলাকায় ১৭০০ পরিবারের দশ হাজার লোক বসবাস করছে।

বিজ্ঞাপন

স্থানীয় মোহাম্মদ আলমগীর হোসেন বার্তা২৪.কম-কে বলেন, '১৯৭২ সালে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর করার সময় উচ্ছেদ করে লালদিয়া চরে বসবাস করতে দেয় সরকার। সে সময় এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হয়।'

মানববন্ধনে নলদিয়া চরবাসী

বিজ্ঞাপন

পরবর্তীতে ১৯৯৭ সালে কর্ণফুলীতে বেড়িবাঁধ দিয়ে লালদিয়া চরকে ভাঙ্গন থেকে রক্ষা করা হয়।

লালদিয়া চর উচ্ছেদ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো জামাল উদ্দিন বলেন, 'আমাদের আদি পৈত্রিক বসবাস ছিল বিমান বন্দরের জহুর আহমদ ঘাঁটি ওখানে। সেখান থেকে একবার উচ্ছেদ হয়েছি। এবার লালদিয়া চর থেকে উচ্ছেদ হতে আপত্তি নেই, আগে পুনর্বাসন চাই।'

মানববন্ধনে নলদিয়া চরবাসী

প্রসঙ্গত, সম্প্রতি লালদিয়া চর উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে লাল মার্কিং করে দেন। লালদিয়া চর জায়গাটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বলেও জানা যায়।

মানববন্ধনে যোগ দেন স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ, মহিলা কাউন্সিলর শাহনুর, আওয়ামী লীগ নেতা ইসহাক সওদাগর, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও মুক্তিযোদ্ধা এনাম।