পুলিশের ওপর গুলিবর্ষণকারী আরাফাত ঢাকায় গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযুক্ত আসামি ইয়াসিন আরাফাত / ছবি: সংগৃহীত

অভিযুক্ত আসামি ইয়াসিন আরাফাত / ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রে পুলিশের ওপর গুলিবর্ষণকারী ইয়াসিন আরাফাতকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বার্তা২৪.কমকে বলেন, ‘গত ২৪ মার্চ অনুষ্ঠিত চন্দনাইশ উপজেলা নির্বাচনে পুলিশের ওপর হামলা ঘটনায় মামলার আসামি ইয়াছিন আরাফাতকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে শুনেছি । সে চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা।’

উল্লেখ্য, গত ২৪ মার্চ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পর পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত জোরপূর্বক ঢুকে ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এতে কনস্টেবল ফরহাদ হোসেন গুলিবিদ্ধ এবং পুলিশ কর্মকর্তা শাহ আলম আহত হন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555778961303.jpg

এর পরিপ্রেক্ষিতে গত ২৫ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।