চট্টগ্রামে ‘রোদেলা বিকেল’-এ ইফতার ক্রেতাদের ভিড়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

রোদেলা বিকেল রেস্টুরেন্টে ক্রেতাদের ভিড়/ ছবি: বার্তা২৪.কম

রোদেলা বিকেল রেস্টুরেন্টে ক্রেতাদের ভিড়/ ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামে ‘রোদেলা বিকেল’ রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে বৈচিত্র্যময় ইফতার। মঙ্গলবার (৭ মে) বিকালে দেখা যায়, রকমারি ইফতার সংগ্রহ করতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের ভিড় লেগে আছে। হালিম, মেজবানি মাংস, মিহিদানা থেকে শুরু করে কাবাব, তন্দুরি ও কাচ্ছি বিরিয়ানি পাওয়া যাচ্ছে রোদেলা বিকেল-এ।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ইফতার নিয়ে বিশেষ আয়োজন করেছে রোদেলা বিকেল। নানা ইফতারের মধ্যে প্রিমিয়াম চিকেন হালিম প্রতি কেজি ৭৫০ টাকা, প্রিমিয়াম মাটন হালিম ৭৫০, গরুর মেজবানি মাংস প্রতি কেজি ৮০০, জাফরান জিলাপি ৫০০, লাচ্ছা জিলাপি ও মিহিদানা প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/07/1557229023699.jpg

এছাড়া অন্যান্য ইফতারের মধ্যে মাটন কলিজা সিঙ্গারা, মাটন সমুছা, পাটিসাপটা পিঠা, কিসমিস ফিরনি, স্পেশাল পরটা, চিকেন রোল, চিকেন তন্দুরি, চিকেন ললিপপ, বিফ বটি কাবাব, ফিশ টিক্কা, প্রণ তন্দুরি, ফিস সিঙ্গারা, মাটন পায়া, কাচ্ছি বিরিয়ানি, আকনি বিরিয়ানি বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৈচিত্র্যময় এ ইফতারগুলো থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতা দেখে ক্রয় করছেন পছন্দের ইফতারটি। এখানে সব ইফতারই সমান তালে বিক্রি হচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/07/1557229047782.jpg

রকমারি ও মুখরোচক ইফতারের পসরা বসেছে রেস্টুরেন্টের ভেতরেই। এখানে ক্রেতারা পছন্দের ইফতার কিনে নিচ্ছেন। নুর জাহান নামে এক ক্রেতা বার্তা২৪.কম-কে বলেন, ‘রোদেলা বিকেল রেস্টুরেন্টের পণ্যের মান ভালো, তাই আমি এখান থেকেই ইফতার কিনি।’

আরেক ক্রেতা ব্যাংকার রাশেদুল ইসলাম বলেন, ‘প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে এসেছি ইফতারি কিনতে। কারণ এখানকার ইফতারি সুস্বাধু। মান ও গুণের বিবেচনায় এখান থেকে ইফতার ক্রয় করি।’