চট্টগ্রামে প্রাথমিকের সহকারী শিক্ষকের ১ পদে ১৬১ জন প্রতিদ্বন্দ্বী
চট্টগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্রতি আসনে ১৬১ জন লড়াই করবে। প্রায় ৬০০ পদের বিপরীতে লড়াই করবে ৯৮ হাজার ৯৬৯ জন। চট্টগ্রামে দুই ধাপে এ পরীক্ষা অনুষ্টিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা এ তথ্য জানিয়ে বার্তা২৪.কমকে বলেন, আগামী ৩১ মে এবং ১৪ জুন দুই ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। এবার প্রতিটি পদের জন্য লড়াই হবে হাড্ডাহাড্ডি।
জেলা সহকারী শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানান, চট্টগ্রামের নগর এবং জেলায় মোট ২ হাজার ২৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকের শূন্য পদ ৬০০টি। এ পদের জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫৩টি কেন্দ্রে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত বছর দরখাস্ত আহবান করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনবার পরীক্ষার সময় পরিবর্তন করা হয়। এবার ১৭ মে থেকে তিন ধাপে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১টি জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখেরও বেশি।
গত ১৫ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় শিক্ষা সপ্তাহের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এবার মে মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।