ঈদে বাড়ি ফেরা: কতটা প্রস্তুত পরিবহন সংশ্লিষ্টরা



তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
গাবতলী বাস টার্মিনাল, ছবি: বার্তা২৪.কম

গাবতলী বাস টার্মিনাল, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঈদে নাড়ির টানে রাজধানী ছাড়ে বেশিরভাগ মানুষ। ঘরমুখী এই মানুষদের অধিকাংশই সড়ক পথ ব্যবহার করেন। ঈদে বিপুল সংখ্যক এই যাত্রীর চাপ সামাল দিতে প্রতিবছরের মতো এবারও নতুন-পুরাতনের সমন্বয়ে মাঠে নামবে বিশেষ বাস, এমনটাই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা।

ঈদ যাত্রার প্রস্তুতি হিসেবে, গাড়ি সারাইয়ের কাজ করছেন শ্রমিকরা। গাড়ির ফিটনেসে নজর দিয়ে পুরাতন বাসগুলো রাস্তায় নামাতে সারানো হচ্ছে টুকটাক সমস্যাগুলোও।

 

বুধবার (১৫ মে) সকালে আন্তঃজেলা গাবতলী বাস টার্মিনাল ঘুরে ঈদ-কেন্দ্রিক প্রস্তুতির এসব চিত্র দেখা যায়।

ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন ঈদযাত্রার প্রস্তুতি সম্পর্কে বার্তা২৪.কম-কে বলেন, 'আমরা ইতোমধ্যেই ঈদকে সামনে রেখে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি ও ডিসি ট্রাফিক, ডিসি ক্রাইম যৌথভাবে মিটিং করেছি যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা ২০ রোজা থেকে কমিউনিটি পুলিশসহ আমাদের নেতাকর্মীরা অবস্থান করবে এখানে। কোন টিকিট কালোবাজারি হবে না।'

বাংলাদেশের বাস-ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সাবেক দফতর সম্পাদক সালাউদ্দিন আহমেদ বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী ১৭ মে শুক্রবার সকাল ৬টা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সমস্ত জায়গার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রশাসনের সাথে মিটিং হয়েছে তারা তাদের যার যার এলাকায় যানজট মুক্ত রাখার চেষ্টা করবেন। আমরা আশাবাদী, এবার যানজট থাকবে না সড়কে। যাত্রীদের  ঈদযাত্রা ভালো হবে।'

পূর্বাশা পরিবহন এর ম্যানেজার মোঃ ইউসুফ আলী বার্তা২৪.কম-কে বলেন, 'ধারাবাহিকভাবে আমরা যেভাবে গাড়ি ছাড়ি ঠিক সেভাবে গাড়ি চলবে। ঈদের জন্য আমাদের স্পেশাল গাড়ি থাকবে। সার্বিকভাবে যখন ঈদের সময় পিক আওয়ার হয়, এ সময় নবীনগর কালিয়াকৈরে যানজট সৃষ্টি হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এসব এই এলাকাই কাজ করে তাহলে মনে হয় কোন সমস্যা হবে না।'

জানতে চাইলে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার বার্তা২৪.কম-কে কে বলেন, 'ঈদকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তাঘাট এবার মোটামুটি ভালই আছে।প্রাকৃতিক দুর্যোগ ও আনুষঙ্গিক কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটলে সে ক্ষেত্রে করার কিছু থাকবে না।'

যানজট প্রসঙ্গে শ্যামলী গাড়ির চালক সেলিম বার্তা২৪.কম-কে বলেন, 'যানজট তো প্রতিদিন থাকে এবার ঈদেও হালকা-পাতলা থাকতে পারে। কারণ ফেরিঘাটের জ্যাম এটা তো সবসময়ই থাকে, এখনো আছে, তবে সেরকম একটা নাই। ঈদে সড়কে জ্যাম আরও বাড়তে পারে। এবার উত্তরবঙ্গে জ্যাম কম থাকতে পারে তবে দক্ষিণবঙ্গে জ্যাম বাড়তে পারে।'

সাধারণ যাত্রী সাদিয়া আফরিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে বার্তা২৪.কম-কে বলেন, 'ঈদযাত্রায় সড়কে যানজট যদি কমান যেত তাহলে আমরা জনগণ অনেক উপকৃত হতাম। যানজটের কারণে প্রতিনিয়ত আমাদের অনেক সমস্যা হয় অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।'

গ্রামীণ পরিবহনের গাড়ির চালক বার্তা২৪.কম-কে অভিযোগ করে বলেন, 'মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ করা না গেলে বাসের শিডিউল বিপর্যয় হতে পারে। ঈদের সময় গাড়ি যায় ৫০০০ হাজার, পুলিশ প্রশাসন থাকে ১০০০ হাজার, তাহলে সড়কে শৃঙ্খলা থাকবে কীভাবে। টাঙ্গাইলে যানজট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেখানে রাস্তার কাজ এখনো শেষ হয়নি।'

সাতক্ষীরাগামী এক যাত্রী আবদুল্লাহ আল মাসুম বার্তা২৪.কম-কে বলেন, 'যে টিকিটের দাম ৪০০ টাকা ঈদ উপলক্ষে যে টিকিট ডাবল অর্থাৎ ৮০০ টাকা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিলে যাত্রী হয়রানি ও সড়কে ঈদযাত্রা ভালো হতো।'

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে গাবতলী ও কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট সংগ্রহ করতে কাউন্টারগুলোতে যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই ৩ জুনের টিকিট শেষ হয়ে গেছে বলেও জানা যায়।

   

স্বেচ্ছাসেবক লীগের মিছিল শেষে কথা কাটাকাটির জেরে তরুণ খুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর শেরে বাংলা নগরে মানিকমিয়া এভিনিউর সংসদ ভবন এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মেহেদী হাসান (১৮)।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভা যাত্রার আয়োজন করে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. চয়নের ভাগ্নে সদ্য এসএসসি পাশ করা ছাত্র মেহেদী অংশ নেন। শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে মিছিলে কথা কাটাকাটি হয় অন্য এক গ্রুপের সঙ্গে। কথা কাটাকাটির জেরে সবার সামনেই সুইচ গিয়ার চাকু দিয়ে হামলা চালায় অপর পক্ষ। সেই চাকুর আঘাতে প্রাণ যায় মেহেদীর।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সংসদ ভবন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মেহেদী ছোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছেন।

নিহতের মামা চয়ন বলেন, মিছিল শেষ করে আমরা এলাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আমাদের জন্য বাস রেডি ছিল। বাসে ওঠার সময় রাস্তা পারাপার নিয়ে আমার এক বন্ধুর সঙ্গে কয়েকটি ছেলের কথা কাটাকাটি হয়। তখন হুট করে ওই ছেলেগুলো সুইচ গিয়ার বের করে আঘাত করা শুরু করে। তখন আমার ভাগ্নে তাদের থামাতে যায় এবং কথা কাটাকাটি হয়। তখন ওরা মেহেদীকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে।

তিনি বলেন, যারা চাকু দিয়ে মেরেছে তাদের আমি চিনতে পারিনি। সবার সামনে এভাবে মেরে ফেললো আমার ভাগ্নে কে। আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগ করি। মেহেদীর মা আওয়ামী লীগ নেত্রী। আমার ভাগ্নের এমন হত্যার বিচার চাই।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদ আলী বলেন, ঘটনা শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

;

উপজেলা নির্বাচনগুলোকেও মানুষ লাল কার্ড দেখিয়ে দেবে: সরোয়ার আলমগীর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর বলেছেন, ডামি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনগুলোকেও মানুষ লাল কার্ড দেখিয়ে দেবে।

শনিবার (১৮ মে) দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন।

সরোয়ার আলমগীর বলেন, হিন্দুস্থানে এখন দেশটির জনগণের অংশগ্রহণে প্রতিনিধিত্বমূলক নির্বাচন হচ্ছে। আর বাংলাদেশে তাদের দোসররা একতরফা নির্বাচন করছে। তবে কথিত এই নির্বাচনকে এদেশের মানুষ বরাবরের মতো লাল কার্ড দেখিয়ে দেবেন। আগামী ২১ তারিখের এই 'আমি ডামি'র নির্বাচনেও ফটিকছড়িবাসী ভোট দিতে যাবেন না।

পাইন্দং ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আবু আজম তালুকদার এর সভাপতিত্বে এসময় বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহীন, আহাম্মেদ সাফা মেম্বার, শাহারিয়ার চৌধুরী, জয়নাল আবেদীন, মহিন চৌধুরী, জিয়াদ মাহমুদ চৌধুরী, শাহাবুদ্দিন, মোঃ পারভেজ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নূরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর, প্রিন্স ওমর ফারুক, যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলু, হাছান, তারেক, ওসমান, আতাউল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন উপস্থিত ছিলেন।

;

শ্রমিক সঙ্কটে শেষ মুহুর্তে বিপাকে নরসিংদীর কৃষকরা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, নরসিংদী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নরসিংদী জেলা কৃষি নির্ভর এলাকা। এখানকার মাটি আবহাওয়া অনুকূলে থাকায় দিন দিন কৃষিতে ঝুঁকছেন চাষিরা। এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। তাই প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত পুরোদমে চলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা।

তবে গত বছরের তুলনায় এ বছর বোরো ধানের বাম্পার ফলনেও শ্রমিক সঙ্কট ও তাদের উচ্চ মজুরীতে বিপাকে চাষীরা। জেলার রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরে সূর্য ওঠার আগেই কাস্তে হাতে শ্রম বিক্রির হাট থেকে শ্রমিক নিয়ে মাঠে ছুটছেন কৃষক। মাঠে মাঠে ধান মাড়াই ও শুকানো হচ্ছে।

ধানের শ্রমিকরা জানান, ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জেলা থেকে দৈনিক মজুরিতে কাজ করতে এ এলাকায় আসেন। এলাকায় ধান কাটা থাকায় অনেকেই আসতে পারেননি।
যার জন্য এই মুহুর্তে ধান কাটার শ্রমিকের সঙ্কট রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, বাম্পার ফলনেও শ্রমিকের মজুরি বেশি শ্রমে-ঘামে ফলানো ধান নিয়ে বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকের হাসি মলিন হচ্ছে। ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের শ্রমিকরা এখনো পুরোদমে না আসার কারণে শ্রমিকের সংকটে তীব্র। ফলে বেশি মজুরি দিয়েই ধান কাটতে হচ্ছে কৃষকদের।

রায়পুরার কৃষক আব্দুল করিম জানান, 'আগে দৈনিক ৬০০ টাকা থেকে ৭০০ টাকা মজুরিতে শ্রমিক নিতাম। এবার তারা এক দিনের জন্য ৮ শ থেকে ১ হাজার টাকা নিচ্ছে।

একই কথা বলছেন কৃষক মো. সোহেল মিয়া, তিনি জানান, ধান কাটার মৌসুমে জেলার আশপাশের বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা কাজ করতে আসে। এ বছর তারা যে পরিমাণ মজুরি চাচ্ছে তাতে লাভ দূরের কথা ফসল ফলানোর খরচ তোলা যাবে না। আড়াই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। ফলন ভালো হলেও লাভ নেই বলে জানান তিনি।

রায়পুরা উপজেলার নলবাটা গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, 'চলতি মৌসুমে বড় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়নি। ২বিঘা জমিতে ধান চাষ করে ইতিমধ্যে ধান ঘরে তুলেছেন। ২ বিঘা জমিতে ৬০ মণ ধান পেয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। শ্রমিক, সেচ, সার কীটনাশকের যে দাম সেই তুলনায় ধানের দাম কম। ধার দেনা দিতেই ধান বিক্রি করতে হবে। খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেকেই ধান চাষে মুখ ফিরিয়ে নেবে।

নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৫৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে ধানের ফলন হয়েছে। উফশী জাতের ধান ৫১ হাজার ৪৬৩ হেক্টর, হাইব্রিড ৫ হাজার ও স্থানীয় জাত ৫০ হেক্টর চাষাবাদ করা হয়। উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৮০৫ মেট্রিক টন। বিঘা প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা খরচে ২২ থেকে ২৪ মণ ধান পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কৃষি বিভাগ।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.আজিজুর রহমান বলেন, সারাদেশে একযোগে ধান কাটা চলছে যার ফলে শ্রমিক কিছু সংকট থাকতে পারে। যার জন্য শ্রমিকের মজুরি একটু বেশি। এছাড়া কম্ভাইন্ড হারভেস্টার দিয়েও ধান কাটা হচ্ছে। ইতিমধ্যে ৭৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এর আগে কৃষকের বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

;

প্রয়োজনের তুলনায় সাড়ে চার হাজার মেট্রিক টন পাট বীজ কম উৎপাদন হয়



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রয়োজনের তুলনায় সাড়ে চার হাজার মেট্রিক টন পাট বীজ কম উৎপাদন হয়

প্রয়োজনের তুলনায় সাড়ে চার হাজার মেট্রিক টন পাট বীজ কম উৎপাদন হয়

  • Font increase
  • Font Decrease

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে ছয় হাজার মেট্রিক টন পাট বীজ প্রয়োজন, অথচ উৎপাদন হয় মাত্র এক হাজার পাঁচশত মেট্রিক টন। বাকী সাড়ে চার হাজার মেট্রিক টন বীজ ভারত থেকে আমদানি করতে হয়। কাজেই ব্যাপকভাবে পাট বীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। এজন্য পাট বীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে।

শনিবার (১৮ মে) দুপুরে খুলনা মহানগরীর একটি হোটেলে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র সঙ্গে কাঁচাপাট রপ্তানি সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিজেএ দেশব্যাপী কৃষকদের পাট বীজ উৎপাদনে উৎসাহিত করার জন্য কর্মশালার আয়োজন করছে। এ ধরনের কার্যক্রমে আমিও শামিল হবো।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্প মেলায় অংশ নিতে আমাকে জার্মানীর ফ্রাস্কফুর্টে পাঠান। সেখানে আমাদের দেশের পাটপণ্যের ৫০টি স্টল ছিলো। বিদেশি ক্রেতারা সেখানে ক্রয় আদেশ দিচ্ছে। বিদেশে পাটপণ্যের বিপুল চাহিদা রয়েছে।

কাঁচাপাট রপ্তানি যেন বাধাগ্রস্ত করা না হয়- ব্যবসায়ীদের এরকম আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের কথা বিবেচনা করে কাঁচাপাট রপ্তানি অব্যাহত রাখা হবে এবং তাদের সমস্যাসমূহ সমাধানে সাহায্য করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী চান সোনালী আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজেএর চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

;