ওয়াসার পানির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

চট্টগ্রামে ওয়াসার সুপেয় পানি না মেলায় রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রুপসা ঈদগাহ এলাকার বাসিন্দারা। পানির দাবিতে সোমবার (২০ মে) দুপুরে এই কর্মসূচি পালন করেন তারা। 

দুপুর ১টার দিকে ঈদগাহের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষাভ শুরু করেন এলাকাবাসী। ওই সড়কে চলাচলকারী যান চলাচল বন্ধ করে দেন। এতে কিছু সময়ের জন্য ওই রুটে যানজট দেখা দেয়।

বিজ্ঞাপন

ওয়াসার পানির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দা নুরুল বাশার বার্তা২৪.কমকে বলেন, রোজার মাসেও পাঁচদিন ধরে এলাকায় পানি নেই। প্রয়োজনীয় কাজ সারতে আমাদের পুকুর, নলকূপ অথবা পানি কিনে খেতে হচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষকে বিষয়টি জানোনোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হলো।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসার সুপার ভাইজার মাকসুদুল ইসলামের সাথে কথা বলতে তাকে ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।