‘ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে আরও শ্রমিক নিয়োগ হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সমন্বয় সভায় বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দিন / ছবি: বার্তা২৪

সমন্বয় সভায় বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দিন / ছবি: বার্তা২৪

ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে নগরবাসীর সাড়া পাওয়া গেছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে আরও শ্রমিক নিয়োগ করা হবে। এ কার্যক্রমে নগরবাসীর ব্যাপক সাড়া পাওয়া গেছে। বর্তমানে ১৯৭১ জন শ্রমিক ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে কাজ করছে।’

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে কেবি আবুদচ ছত্তার মিলনায়তনে চসিকের পরিচ্ছন্ন বিভাগে কর্মরত সুপারভাইজারদের এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে শ্রমিকদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা। সে প্রত্যাশা আজ পর্যন্ত শতভাগ তারা পূরণ করতে পারেনি।’

তিনি বলেন, ‘চসিকের পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রমের উপর নগরীর সৌন্দর্য, দৃষ্টিনন্দন ও পরিবেশ নির্ভর করে। তাই পরিচ্ছন্ন সুপার ভাইজার, পরিদর্শকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দ্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। এতে রক্ষিত হবে পরিবেশ বান্ধব চট্টগ্রাম নগর।’

বিজ্ঞাপন

আ জ ম নাছরি উদ্দিন বলেন, ‘নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আবর্জনা নিয়ে দুটি টিজি আরেফিন নগর ও হালিশহর আবর্জনা ডাম্পিংয়ে কি পরিমাণ ময়লা আবর্জনা ডাম্পিং করে তার কোনো সঠিক হিসাব নিকাশ নেই। সঠিক হিসাবের জন্য দুটি টিজিতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বক্তব্য দেন।