চৌধুরী হাটের ফুটপাত উচ্ছেদ করলেন ইউএনও

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চৌধুরী হাটের ফুটপাত উচ্ছেদ করলেন ইউএনও  / ছবি: বার্তা২৪

চৌধুরী হাটের ফুটপাত উচ্ছেদ করলেন ইউএনও / ছবি: বার্তা২৪

চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের চৌধুরী হাটের ফুটপাত উচ্ছেদ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। এতে ৪০টি দোকান উচ্ছেদ হয়েছে, উদ্ধার হয়েছে সরকারের প্রায় দশ কোটি টাকার সম্পত্তি।

বুধবার (২৯মে) দুপুর থেকে বিকেলে পর্যন্ত তিনি এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বার্তা২৪.কমকে বলেন, ‘জায়গা সরকারি, কিন্তু ভাড়া দিয়ে টাকা আদায় করছে স্থানীয় ব্যবসায়ী। ফুটপাত পথচারীর। কিন্তু তা দখল করে ভাড়া দিয়েছেন স্থানীয়রা। সরকারি জায়গা দখল ও ভাড়া দেওয়ার এমন অভিনব পদ্ধতি চলছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরী হাট বাজারে। অভিযানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া অভিযানে ২০০ লিটার বাঘা বাড়ির ঘি জব্দ করে ধ্বংস করা হয়।’