আ,লীগের কারণে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ: খসরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিলে বক্তব্য দেন আমির খসরু মাহমুদ চৌধুরী / ছবি: বার্তা২৪

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিলে বক্তব্য দেন আমির খসরু মাহমুদ চৌধুরী / ছবি: বার্তা২৪

আওয়ামী লীগের কারণে দেশের সার্বভৌমত্ব আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। কারণ ক্ষমতা জনগণের কাছে নেই। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। দেশের মালিকানা জনগণের হাতে নেই। সেই মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কিং অব চিটাগং কমিনিউটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‘ব্যাংকের টাকা লুট করে উন্নয়ন খুবই হাস্যকর। শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে। সরকারি-বেসরকারি সব ব্যাংক ও বিমার টাকা লুটপাট হয়েছে। এ সব করে আর যাই করা যাক না কেন ক্ষমতায় টিকে থাকা যায় না।’

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের মালিকানা জনগণকেই বুঝে নিতে হবে। কারণ, দেশ আমি আপনার সবার। আওয়ামী লীগের একক ক্ষমতার দেশ নয়।,

আওয়ামী লীগ দেশেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘মুক্ত বাজার অর্থনীতির প্রেক্ষাপটে দেশ আজ বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের ভেতরে ও বাইরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে।’

চট্টগ্রাম থেকে সকল আন্দোলনের সূচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামিতেও সরকার পতনের আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হবে। এ আন্দোলন হবে দেশের মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন। সে জন্য বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের আগমনের প্রত্যাশায় বাংলাদেশ।’

ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজি কবির, প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এনামুল হক শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।