সারা বছর ময়লা পানির নিচে থাকে ডিএনসিসির যে রাস্তা



শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
রাস্তায় পয়োবর্জ্য, ছবি: বার্তা২৪.কম

রাস্তায় পয়োবর্জ্য, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বৃষ্টি হলে রাস্তায় একটু পানি জমবে এটা স্বাভাবিক। আবার রোদ হলে সেই পানি শুকিয়ে যাওয়াটাও সাধারণ নিয়ম। কিন্তু যে জায়গা বৃষ্টি ছাড়াই সব সময় পানির নিচে থাকে, সে জায়গা নিয়ে স্থানীয়রা রসকিতা করে বলেন, আকাশে মেঘ দেখলেই যে রাস্তায় পানি জমে, সে রাস্তায় আর কি হবে?

কেউ বলেন, ১২ মাসই রাস্তাটি পানির নিচে থাকে। তাও আবার মানুষের পয়োবর্জ্য, ড্রেনের ময়লা পানি। দুর্গন্ধে পুরো এলাকা দূষিত হচ্ছে। এই রাস্তার পাশেই রয়েছে প্রতিভা আইডিয়াল নামে একটি স্কুল। যে স্কুলে কয়েকশ’ কোমলমতী শিশুরা লেখাপড়া করে।

প্রাচীরের নগরীতে এমনিতেই মুক্ত বাতাস পাওয়া দুষ্কর। যাও একটু আসবে সেই বাতাসও দুর্গন্ধময় হওয়ায় স্কুলের জানালা বন্ধ করে রাখাতে হয়। ফলে ভ্যাপসা গরমেই ক্লাস করতে হচ্ছে বাচ্চাদের। এই দুর্গন্ধের কারণে অনেক বাচ্চা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

প্রতিভা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার মালো বার্তা২৪.কমকে বলেন, ‘কি বলার আছে? আমাদের স্কুলে ৩০০ ছাত্রছাত্রী আছে। আমাদের কিছু ছাত্রছাত্রী আছে যারা এই ময়লা পানি ডিঙিয়ে আসে। আবার কেউ দুর্গন্ধ আর ময়লা পানি ডিঙিয়ে আসতে পারে না। এখানে বৃষ্টি লাগে না, এমনিতেই সারা বছর ময়লা পানি থাকে। সিটি করপোরেশন, ওয়াসা- কেউ দেখে না।’

শ্যামলী হাউজিংয়ের স্থায়ী বাসিন্দা আনিস আহমেদ বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা সিটি করপোরেশনের কাছে আগে কয়েকবার অভিযোগ করেছি। সিটি করপোরেশন থেকে লোক পাঠালে তারা এসে কোনো রকম পরিষ্কার করে যান। আবার দুই-চার দিন গেলে যা তাই হয়ে যায়। আমরা কি তাদের ট্যাক্স দেই না? তাহলে কেন এমন অবস্থার মধ্যে থাকব?’

drain
রাস্তায় নোংরা কাদা, ছবি: বার্তা২৪.কম

 

এই বাড়িওয়ালা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মেয়র তো আসলে ধনী এলাকার জন্য, আমাদের জন্য না। তিনি কি এসব বিষয়ে খোঁজ রাখেন না? আর মিডিয়ায় প্রচার করে কি হবে? এসব মেয়র সাহেব দেখেন নাকি?’

এই এলাকার ভাড়াটিয়া টিটু বিশ্বাস বার্তা২৪.কমকে বলেন, ‘এখানে আসলে বৃষ্টি নামতে হয় না। আমি দুই বছর ধরেই দেখছি, সব সময় রাস্তাটি ময়লা পানির নিচে থাকে। সিটি করপোরেশন কিছু দিন আগে রাতে এমন কার্পেটিং করেছিল যে সেটা ধুয়ে গেছে। আর দেখেন, রাস্তার ভেতর থেকে কীভাবে ময়লা পানি বের হচ্ছে? সিটি করপোরেশন বলে ওয়াসার আর ওয়াসা বলে ড্রেন আমাদের না। আসলে এটা কে দেখবে সেটাই কেউ জানে না। আমরা যারা এখানে আছি, তারাই বিপদে পড়েছি। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারি না, দুর্গন্ধের কারণে আত্মীয়-স্বজন বাসায় আসতে চায় না।’

বলছিলাম মোহাম্মদপুর এলাকার শেখেরটেক-৬ নম্বর রোডের শেষ মাথায় শ্যামলী হাউজিং রাস্তার কথা। প্রতিভা আইডিয়াল স্কুলের সামনে থেকে পশ্চিম দিকে ৬০ গজ রাস্তা, মা ফার্মেসি, উত্তর দিকে ফাতেমী ফার্মেসির সামনের পুরো রাস্তাটাই ময়লা পানির নিচে। এখানে দুই একটি বাড়ির সুয়্যারেজ লাইন থেকে মানুষের বর্জ্য সরাসরি রাস্তার ওপর এসে পড়ছে।

m

বিষয়টি নিয়ে মোবাইল ফোনে কথা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ আহসানের সঙ্গে। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘হাউজিংগুলোর মধ্যে আমাদের অবস্থা দুর্বল। কেননা তারা যখন হাউজিং করেন তখন আমাদের কাছ থেকে স্যুয়ারেজ ড্রেনের অনুমোদন ছাড়াই করেন। এখানে শুধু শ্যামলী হাউজিং না, অন্যান্য হাউজিংগুলোতেও একই অবস্থা। তারপরও ধারাবাহিকভাবে আমাদের কাউন্সিলররা প্রতিবছর একটা-দুইটা করে রাস্তা দেন, সেগুলো উন্নয়ন প্রকল্পে নিয়ে আমরা স্যুয়ারেজ লাইন, ড্রেন করে দেই। তারপরও যে রাস্তার কথা বলা হচ্ছে, আমাদের লোক পাঠাব, তারা সরেজমিন দেখে এলে আমাদের কিছু করণীয় থাকলে করব।

   

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে পাশে থাকতে চায় অস্ট্রেলিয়া



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে প্রয়োজনে পাশে থাকতে চায় অস্ট্রেলিয়া বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

মঙ্গলবার (২১ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি।

পেনি ওং বলেন, আমরা অভিন্ন ভাগ্য গড়তে একসাথে কাজ করতে চাই। আন্তর্জাতিক আইন কানুন মেনে ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিতে চাই। জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ একা সমাধান করতে পারবে না। আমরা এই যাত্রায় সাথে থাকতে চাই।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একা সমস্যা নয়। আমরা এই সংকটের টেকসই সমাধান চাই। বাংলাদেশ এখনও বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে সোচ্চার কণ্ঠস্বর। মানুষের সাথে মানুষের সম্পর্ক বাড়াতে চায় দুই দেশ। মেরিটাইম সিকিউরিটি নিশ্চিত করতে কারিগরি সহায়তা দিতে চায় অস্ট্রেলিয়া। আমরা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা চাই।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের একটি চমৎকার সম্পর্ক আছে। গেল ৫২ বছরের পথ চলায় অস্ট্রেলিয়ার সাথে একটি মসৃণ ৪ বিলিয়ন ডলারের বিজনেস বাস্কেট। যদিও সাইজে এখনও যথেষ্ট ছোট।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সাথে কোটা ফ্রি ও ডিউটি ফ্রি অ্যাকসেস সুবিধা এলডিসি গ্রাজুয়েশনের পরও অব্যাহত থাকবে। আমাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, তিনটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা দেবে অস্ট্রেলিয়া। মানবপাচার কমাতে একসাথে কাজ করবে দুই দেশ। আমরা জলবায়ু পরিবর্তনের শিকার। মিটিগেশনে সরাসরি যুক্ত থেকে সহযোগিতা করতে চায়। কৃষি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো নিয়েও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। আমরা দক্ষ জনশক্তি রফতানির পক্ষে। দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ শিক্ষা কার্যক্রম বাড়াতে চাই।

;

ব্যক্তিগত তথ্যের অব্যাহত ফাঁস আতঙ্কজনক: টিআইবি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল ফোনের কল ডেটা রেকর্ড (সিডিআর)-সহ নাগরিকের ব্যক্তিগত গোপনীয় ও স্পর্শকাতর তথ্য চুরি ও অনলাইনে বিক্রয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানায় টিআইবি।

সংস্থাটি বলছে, নাগরিকের সংবেদশীল তথ্যের সুরক্ষা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত সংস্থা থেকে তথ্য পাচার, তাও আবার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইডি ব্যবহার করে তথ্য চুরি ও অনলাইনে বিক্রয়ের ঘটনা রীতিমতো আতঙ্কজনক। একইসঙ্গে তা দেশের সাধারণ নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিতের সাংবিধানিক অঙ্গীকারকে ভূলুণ্ঠিত করে। তথ্য ফাঁস এবং এর মাধ্যমে ব্যবসায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি জনগণের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খসড়া ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৪-কে ঢেলে সাজিয়ে অতি দ্রুত পাস করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিন্ন দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যের আইডি ব্যবহার করে এনটিএমসির সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য (এনআইডি) ও মোবাইল ফোনের কল ডাটা রেকর্ডসহ (সিডিআর) অন্যান্য গোপনীয় তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে পাচার করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থায় নিয়োজিত ব্যক্তিদের আইডি ব্যবহার করে নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য পাচারে ঘটনাকে চরম উদ্বেগজনক উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় পরিচয়পত্র ও সিডিআর-এর মতো এমন ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরির ঘটনা এবারই প্রথম নয়। আমরা এর আগেও বিভিন্ন সময়ে নাগরিকের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গোপনীয় তথ্য চুরির অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের নাগরিকদের।

সর্বশেষ এমন একটি প্রতিষ্ঠান থেকে নাগরিকের ব্যক্তিগত তথ্য পাচারের ঘটনা ঘটলো যা এই তথ্যের সুরক্ষা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত, আবার এমন ব্যক্তিদের ক্রেডেনশিয়াল ব্যবহার করে এই তথ্য পাচার হয়েছে যারা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। অর্থাৎ, সরকার যে প্রক্রিয়া ও কারিগরি কাঠামোর মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত সংবেদনশীল তথ্যের সুরক্ষার নিশ্চিত করতে চায়, তার সক্ষমতা ও শুদ্ধাচারও প্রশ্নবিদ্ধ। অবস্থাদৃষ্টে এমন ধারণা প্রতিষ্ঠিত হওয়া অমূলক নয় যে, ডিজিটাল দুনিয়ায় তথ্যের অপব্যবহার ও নজরদারিতে কোনো কোনো মহলের যে আগ্রহ ও তৎপরতা, সে তুলনায় একটি সঠিক ও কার্যকর উপাত্ত সুরক্ষাপ্রক্রিয়া ও কারিগরি কাঠামো তৈরিতে সরকারের আগ্রহ ও সক্ষমতা নেই। অর্থাৎ, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতে সরকারের গৃহীত যে আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও আয়োজন তা একদিকে যেমন ফাঁপা বুলি, অন্যদিকে তা ভয়াবহ ঝুঁকিপূর্ণ -এমন মন্তব্য করা মোটেও অত্যুক্তি হবে না।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, নিয়মিত বিরতিতে বাংলাদেশের নাগরিকের ব্যক্তিগত গোপনীয় তথ্য চুরির ঘটনা সামনে আসে, কিন্তু তা রোধে কোনো উদ্যোগ আজ পর্যন্ত লক্ষ করা যায়নি। একইভাবে, সংবেদশীল তথ্যের চুরি ঠেকাতে সুরক্ষা ব্যবস্থা আরও দৃঢ় করার কোনো উদ্যোগের কথাও জানা যায় না। সর্বশেষ এই তথ্য চুরির ঘটনায় দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটির সব ইউজার আইডি স্থগিত রাখার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে এর মধ্যেই সীমাবদ্ধ থেকে নাগরিকের তথ্য ফাঁস ও পাচারের সঙ্গে যুক্ত সকলকে গভীরতর তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারলে, এসব উদ্যোগ অর্থবহ হবে না।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তার ক্রেডেনশিয়াল ব্যবহার করে নাগরিকের সংবেদনশীল তথ্য চুরি করে বিক্রয়ের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে ড. জামান বলেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৪ এর খসড়া পর্যালোচনা করে আমরা বলেছিলাম, সরকারের অধীনস্ত সংস্থাকে জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থরক্ষার নামে জবাবদিহিহীনভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করার এখতিয়ার দেওয়ার ঝুঁকি থেকে যায়।

বিচারবিভাগীয় তদারকি ছাড়া সরকারি সংস্থাকে ডেটা সার্ভারে বাধাহীন অনুপ্রবেশের সুযোগ দিলে, তা অপব্যবহার হওয়ার যথেষ্ট ঝুঁকি থাকবে এবং দিন শেষে এই ব্যতিক্রম চর্চাকেই আইনের মূল ধারা হিসেবে বিবেচনা করা হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য পাচারের এই ঘটনা টিআইবির উদ্বেগের যৌক্তিকতা প্রমাণ করে। ফলে নাগরিকের গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে খসড়া ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৪ ঢেলে সাজিয়ে অতি দ্রুত প্রণয়নের আহ্বান জানাচ্ছে টিআইবি।

;

পুরনো রূপে ফিরেছে ব্যাটারিচালিত অটোরিকশা



রাকিব হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পুরনো রূপে ফিরতে শুরু করেছে ব্যাটারিচালিত অটোরিকশা। রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়কে আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছে চালকেরা। কোন রকম নিয়ম মানা তো দূরের কথা, আগের তুলনায় যেন তাদের রিকশার গতি আরও বৃদ্ধি পেয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে গত ১৫ মে বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টাদের সভায় রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক যেন না চলে এমন নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নির্দেশনার পর পর তা বাস্তবায়ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কঠোর অবস্থান দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যেও দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষ সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কেউ কেউ বলছেন মানবিক দিক বিবেচনা করে তাদের একটা সুযোগ দেওয়া দরকার। এবং আইনের মধ্যে রেখে মূল সড়ক থেকে ভেতরে অলিগলিতে চালাতে দেওয়া যেতে পারে।

হঠাৎ ওবায়দুল কাদেরের এমন নির্দেশে অটোরিকশা চালকেরা পড়েন বিপাকে। তাই পরিবারের মুখে আহার তুলে দিতে আন্দোলনের মাধ্যমে নিজেদের অস্তিত্বের জানান দেন তারা। এরই প্রেক্ষিতে গত দু'দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনের ডাক দেয় ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। আন্দোলনের মুখে সরকারের অনেকটা বাধ্য হয়ে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে। প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকায় চলাচলের অনুমতি পায়।

মঙ্গলবার (২১ মে) সরেজমিনে দেখা যায়, রাজধানীর কালশী এলাকা মোড়ে আবারও ফিরেছে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য। কোন রকম আইন কানুন না মেনে আগের মতোই এলোমেলো ভাবেই চলছে এই বাহন। দায়িত্বরত ট্রাফিক পুলিশকে দেখা গেছে অনেকটাই অসহায় ও নীরব ভূমিকায়।

অটোরিকশা চালাক সালাউদ্দিনের কাছে উল্টো পথে আসার কারণ জানতে চাইলে বার্তা২৪.কমকে তিনি অকপটে নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, আসলে আমাদেরও অনেক দোষ আছে জানি। আমাদের বেশিরভাগ চালক সুযোগ পেলেই উল্টো পথে চলাচল করতে বেশি পছন্দ করে। এসময় অনেকে দুর্ঘটনার শিকারও হয়েছে। কিন্তু আমাদের হুশ হয়নি।

ক'দিন রিকশা বন্ধ থাকায় পরিবার নিয়ে দুর্ভোগের কথাও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অটোরিকশা চালক।

কালশী এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর বার্তা২৪.কমকে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়ার পর সড়কে যানজট অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু গতকাল বিকেল থেকে আবারও তারা সড়কে আগের মতো বিশৃঙ্খলভাবে রিকশা চালানো শুরু করেছে। কারো কোন কথাই তাদের গায়ে লাগে না। দ্রুতগতির কারণে পথচারীদের রাস্তা পারাপারের সময় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। সরকারের উচিত অবিলম্বে তাদের একটা নিয়মের মধ্যে এনে রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া। নইলে এভাবে অবাধে রিকশা চলাচল করলে যানজট নিরসনে সরকারের কোন পদক্ষেপ কাজে দেবে না।

কালশী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আমাদের এখানে যে পরিমাণে গাড়ি চলে তা নিয়ন্ত্রণ করতে কিছুটা বেগ পেতে হয়। এই সড়ক ব্যবহার করে উত্তরা, মিরপুর, পল্লবী, মিরপুর ডিওএইচএস-সহ প্রতিদিন অসংখ্য গাড়ি ও গণপরিবহন চলাচল করে। এর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা যোগ হওয়ায় ট্রাফিক সদস্যদের হিমসিম খেতে হয়। উল্টো পথে ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণ করতে যে পরিমাণে লোকবল দরকার আমাদের তা নেই।

তিনি আরও বলেন, সরকার যেহেতু ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে সুতরাং খুব শিগগিরই একটা নিয়মের মধ্যে আনা হবে। কয়েকদিন অপেক্ষা করুন আশাকরি প্রতিফলন দেখতে পাবেন।

;

দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে নিম্নমানের পণ্য বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীতে নিম্নমানের পণ্যের উপর নামি-দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি এবং পণ্যের গায়ে আগের কম মূল্যের উপর পুনরায় অধিক মূল্য লেভেল লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২১ মে) নগরীর জিইসি ও ২নং গেইট কর্ণফুলী কমপ্লেক্স পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে নেমে ব্যবসায়ীদের এমন গরমিল দেখতে পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম।

কর্ণফুলী কমপ্লেক্সের ৪নং গলির একটি দোকানে হিরো ক্রিম (দুগ্ধ জাতীয় খাবার পণ্য) নামে একটি নিম্ন মানের পণ্যের DANO ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করে আসছিলেন অনেকদিন ধরে। অন্যদিকে ফ্রেডস কোম্পানির ইঁদুরে খাওয়া চিড়ার প্যাকেটে পুনরায় লেভেল লাগিয়ে ভালো পণ্য হিসাবে বিক্রি ও প্রদর্শন করার অপরাধে ঐ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভুক্ত অধিকার।

এর আগে পণ্যের গায়ে লিখা কম মূল্যের উপর পুনরায় অধিক মূল্যে লেভেল লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে নগরীর জিইসি এলাকার কামাল জেনারেল স্টোর একটি দোকানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সাথে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ আনিছুর রহমান বলেন, ঈদুল আযাহাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে গিয়ে আমার দেখতে পাই- কর্ণফুলী কমপ্লেক্সের একটি দোকানে হিরো ক্রিম নামে একটি পণ্যের উপর DANO ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছে। এছাড়াও ইঁদুরে খাওয়া চিড়ার প্যাকেট পুনরায় লেভেল লাগিয়ে বিক্রির জন্য সংরক্ষণ করছে তার জন্য ঐ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা এবং পাশাপাশি সতর্ক করা হয়। অন্যদিকে, একটি পণ্যের দাম ১৪৫ টাকার উপর ১৫৫ টাকা মূল্য বাসানোর অভিযোগে জিইসি এলাকার কামাল জেনারেল স্টোর নামে একটি প্রতিষ্ঠান ৫০ হাজার জরিমানা করে সতর্কও করা হয়। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

;