চট্টগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রশ্নফাঁসে সর্তক প্রশাসন
চট্টগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ৪৯ হাজার ৭৮১ পরীক্ষার্থী অংশ নিয়েছে। নগরীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়।
প্রাথমিক জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলায় এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এত সংখ্যক আবেদন এর পূর্বে কখনো জমা পড়েনি।
উপজেলাগুলোর মধ্যে ডবলমুরিং থানায় পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৫৪ জন। পাহাড়তলী থানায় ৩ হাজার ৫৯০ জন, বন্দর থানায় ২ হাজার ৩২৫ জন, পাঁচলাইশ থানায় ৩ হাজার ৭৬ জন, চান্দগাঁও থানায় ২ হাজার ৮৫৭ জন ও কোতোয়ালী থানায় ৩ হাজার ৫৭ জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়া, বাঁশখালী উপজেলায় পরীক্ষার্থী রয়েছে ৭ হাজার ২৬২ জন, রাউজান উপজেলায় ৬ হাজার ২৭৬ জন, সন্দ্বীপ উপজেলায় ৩ হাজার ৯২৯ জন, ফটিকছড়ি উপজেলায় ৫ হাজার ৬৯৪ জন, আনোয়ারা উপজেলায় ৪ হাজার ৭৯৯ জন এবং লোহাগাড়া উপজেলায় পরীক্ষার্থী রয়েছে ৪ হাজার ১৬২ জন।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে প্রশাসন সর্তক রয়েছে। আশা করি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যাবে।
আগামী ২৮ জুন চতুর্থ ধাপের পরীক্ষায় আটটি উপজেলার ৪৯ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করা কথা রয়েছে।