শেখ হাসিনাকে আওয়ামী লীগের অভিনন্দন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্যাকসিন হিরোর পুরস্কার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃৃহীত

ভ্যাকসিন হিরোর পুরস্কার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ 'ভ্যাকসিন হিরো' পুরস্কারপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে অভিনন্দন জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

দলের উপ দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, 'বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্যই কাজ করে যাচ্ছেন তা নয়, একইভাবে তিনি দেশের জন্য মানসম্মত উন্নত, স্বাস্থ্যকর নাগরিক সৃষ্টির লক্ষ্যেও নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এই কারণেই বর্তমান সরকার একটি যুগোপযোগী, আধুনিক স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছে এবং এই নীতির আওতায় দেশের সকল শিশুদের জন্য শতভাগ টিকাদান কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। ফলে বাংলাদেশে আজ মা ও শিশু মৃত্যুহার উল্লেখ্যভাবে হ্রাস পেয়েছে।'

বিজ্ঞাপন

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ ভ্যাকসিন হিরো পুরস্কারপ্রাপ্তি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অব্যাহত অগ্রগতির প্রতিফলন।'