বৈরী আবহাওয়ায় হোটেলে বিএনপি নেতারা, ফাঁকা সমাবেশস্থল

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ফাঁকা মঞ্চে ছবি তুলছেন তৃণমূলের নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফাঁকা মঞ্চে ছবি তুলছেন তৃণমূলের নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উপজেলা পর্যায় থেকে আসা ৪০ থেকে ৫০ জন বিএনপির কর্মীর দখলে মঞ্চ। চলছে ফটোসেশন ও সেলফি তোলার হিড়িক। মঞ্চের সামনে পুরোপুরি ফাঁকা। সেখানে ছাতা মাথায় পায়চারি করছেন রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা।

তাদের সঙ্গে নেই মহানগর কমিটির ৫০ জন নেতাও। থেমে থেমে মাইকে ঘোষণা আসছে- ‘প্রিয় রাজশাহীবাসী, আপোষহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আপনারা কী একমত নন! যদি একমত হন, তবে বিএনপির সমাবেশকে সফল করতে দলে দলে যোগদান করুন।’

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশের এমন চিত্র দেখা গেছে। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বিমানযোগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পৌঁছে হোটেলে অবস্থান করছেন।

BNP
 নিরাপত্তা জোরদার করা হয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

বিজ্ঞাপন

গত কয়েক দিন ধরে রাজশাহীজুড়ে চলছে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে তা আরও বেড়েছে। কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে দলটির রাজশাহী মহানগর ও জেলার নেতাকর্মীরাও এখনো সমাবেশস্থলে আসেননি। তবে দুপুরে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে থাকায় সমাবেশে উপস্থিতি বৃদ্ধি পাবে বলে আশা রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের।

তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘যেভাবে শনিবার রাতে বৃষ্টি শুরু হয়েছে, তাতে নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে বেগ পেতে হচ্ছে। এর মধ্যে রয়েছে পুলিশের ধরপাকড়ের ভয়। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ থেকে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনো সমাবেশের দেড় ঘণ্টা বাকি, আশা করি, সমাবেশে রাজশাহীর মানুষ স্বতঃস্ফুর্তভাবে যোগ দেবেন।’

bnp
ফাঁকা সমাবেশস্থল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

এদিকে, সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সমাবেশস্থলে প্রবেশের মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ দায়িত্ব পালন করছে। আর নগরীতে যানবাহন চলাচলেও আরোপ করা হয়েছে অঘোষিত বিধি-নিষেধ।

gatherring

জানতে চাইলে আরএমপি মুখপাত্র অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বিএনপিকে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারা শর্ত ভঙ্গ করলে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ অ্যাকশনে যাবে। সমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আশা করি, বিএনপি সুষ্ঠুভাবে সমাবেশ শেষ করবে।’