একমাসে দ্বিতীয় জরিমানার মুখে চট্টগ্রামের পলিথিন কারখানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

পলিথিন কারখানায় উৎপাদিত পলিথিন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পলিথিন কারখানায় উৎপাদিত পলিথিন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার পলিথিন তৈরির কারখানা নজির প্রিন্টিংকে আবারও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এর আগে ৩ সেপ্টেম্বর নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। চলতি মাস শেষ না হতেই ফের জরিমানার মুখে নজির প্রিন্টিং।

মঙ্গলবার (১ অক্টোবর) শুনানি শেষে নজির প্রিন্টিংকে নিষিদ্ধ পলিথিন তৈরির অভিযোগে এবং পরিদর্শনে গেলে পরিদর্শন কাজে অসহযোগিতার কারণে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, '৩ সেপ্টেম্বরের জরিমানার টাকা পরিশোধ করলে আমরা গত ২৩ সেপ্টেম্বর পুনরায় অভিযানে যাই। অভিযানে আবারও নিষিদ্ধ পলিথিন তৈরির প্রমাণ পাওয়া যায় এবং পরিদর্শনে অসহযোগিতার কারণে ১ অক্টোবর নজির প্রিন্টিংকে শুনানিতে ডাকা হয়েছিল। শুনানি শেষে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

ভবিষ্যতে এমন কাজ পুনরায় করলে পরিবেশগত ছাড়পত্র বাতিলসহ প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন