টার্মিনালে প্রবেশ ফি বৃদ্ধিতে সদরঘাটে সাধারণ যাত্রীদের ক্ষোভ

  • হারুনুর রশীদ, জবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সদরঘাটে যাত্রীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সদরঘাটে যাত্রীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালসহ দেশের সব নদী বন্দরের প্রবেশ ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ টিকেটের মূল্য ৫ টাকা থেকে বাড়িয়ে ১০টাকা কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রবেশ ফি নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অতএব, এবার থেকে একজন যাত্রী অথবা দর্শনার্থীকে ১০ টাকা ফি দিয়ে কাউন্টারে টিকিট কেটে টার্মিনালে প্রবেশ করতে হবে।

এ বিষয়ে সদরঘাট থেকে চাঁদপুরগামী যাত্রী রবিউল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বিআইডব্লিটিএ যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের মতো গরিব লোকদের জন্য ১০ টাকা প্রবেশ ফি দেওয়াটা খুবই কষ্টের। কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় পাঁচ টাকা করতে হবে। যেন আমার মতো গরিব মানুষজন সহজে যাতায়াত করতে পারেন।'

বিজ্ঞাপন

পটুয়াখালীগামী যাত্রী সোহাগ বলেন, 'আজকে লঞ্চ টার্মিনালে ঢুকতেই ১০ টাকা দিতে হলো। এটা আমাদের ওপর এক ধরনের শোষণ। ৫ টাকা দিতেই মানুষরে কষ্ট হয়ে যেত সেখানে ১০ টাকা দেওয়াটা আরও কষ্টকর হবে বলে আমি মনে করি। বিআইডব্লিটিএ এর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং এমন সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।'

তিনি বলেন, 'প্রবেশ করার পরপরই কোনো জরুরি কাজে বের হলে এরপর ঢুকতে হলে পুনরায় টিকেট কিনতে হয়। এতে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না। প্রবেশ করার পর কোনো জরুরি কাজে বের হওয়ার ক্ষেত্রে টিকিটের শিথিলতা করা খুবই জরুরি।'

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাটের ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'আমরা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রবেশ ফি বৃদ্ধি করেছি। সরকারের তরফ থেকে আমাদেরকে প্রবেশ ফি বাড়াতে বলা হয়েছে, তাই বাড়ানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমাদের কাজ।'

তিনি বলেন, 'যাত্রীদের সুবিধার জন্য প্রবেশ ফির ১০ টাকা থেকে দুই টাকা যাত্রীদের কল্যাণে ব্যয় করা হবে। আমরা যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সামগ্রিক উন্নয়নে কাজ করছি।'

উল্লেখ্য, সর্বশেষ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকেই টার্মিনালের প্রবেশ ফি, কুলি হয়রানি কমানো ও সদরঘাটের সার্বিক পরিস্থিতি উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ বৈঠকে টিকিটের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়।