অভিযোগের ৮ ভাগ আমলে নিতে পারে দুদক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
দুদক লোগো

দুদক লোগো

  • Font increase
  • Font Decrease

দুর্নীতি দমন কমিশনের (দুদক) টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে বা লিখিতভাবে আসা অভিযোগের মধ্যে শতকরা ৮ ভাগ অভিযোগ আমলে নিতে পারে দুদক। বিগত কয়েক বছরে বিভিন্ন মাধ্যম থেকে আসা অভিযোগের পর্যালোচনা করে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সভায় পরিসংখ্যান তুলে ধরে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, “বিগত কয়েক বছরের কমিশনে প্রাপ্ত অভিযোগের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনে মোট অভিযোগ এসেছে ১৫,৪৯৭টি (অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ এর ফোনকল বাদে), এরমধ্যে মাত্র ১,১৯৯টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। অর্থাৎ মোট অভিযোগের মাত্র ৮ শতাংশ অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ৯২ শতাংশ অভিযোগই নথিভুক্ত অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বা প্রতিষ্ঠানে পাঠানো করা হয়েছে। অনুরূপভাবে ২০১৮ সালে কমিশনে ১৬,৬০৬টি অভিযোগ আসে, এরমধ্যে ১,২৬৫টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় অর্থাৎ এ বছরও প্রায় ৮ শতাংশ অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়, অবশিষ্ট ৯২ শতাংশ অভিযোগ নথিভুক্ত করা হয়েছে অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

২০১৭ সালে কমিশনে মোট অভিযোগ আসে ১৭,৯৫৩টি, এর মধ্যে ৯৩৭টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করে কমিশন অর্থাৎ ৫ শতাংশ অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়, অবশিষ্ট ৯৫ শতাংশ অভিযোগই হয় নথিভুক্ত করা হয় অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা বিভাগে পাঠানো হয়। একইভাবে ২০১৬ সালে কমিশনে মোট অভিযোগ আসে ১২,৯৯০টি। এরমধ্যে ১,০০৭টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করে কমিশন, এ বছরও মাত্র ৮ শতাংশ অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়।”

দুদক চেয়ারম্যান আরও বলেন, “অভিযোগগুলো পর্যালোচনা করে দেখা যায়, আইনি বাধ্যবাধকতা তথা কমিশনের কার্যপরিধি বা অভিযোগসমূহ কমিশন আইনের তফসিলভুক্ত না হওয়ার কারণে গড়ে প্রায় ৯৩ শতাংশ অভিযোগই কমিশন অনুসন্ধানের জন্য গ্রহণ করতে পারছে না। যাদের অভিযোগ গ্রহণ করা হয়নি এই বিপুলসংখ্যক অভিযোগকারী হয়তো মনে করছেন, তারা কমিশনে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই তারা হতাশ হবেন এবং কমিশন সম্পর্কে তাদের আস্থা হ্রাসও পেতে পারে।

কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। কারণ দুর্নীতি দমন কমিশন আইন দ্বারা সৃষ্ট এমন একটি প্রতিষ্ঠান যার পক্ষে কমিশন আইনের তফসিল বহির্ভূত কোনো অভিযোগের ওপর কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। তবে, কমিশন যেসব অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করছে না, এগুলো মূলত কমিশন আইনের তফসিলবহির্ভূত অভিযোগ যেমন-ব্যক্তিগত রেষারেষি, বেসরকারি ব্যক্তিদের ভূমি নিয়ে বিরোধ, ব্যক্তি পর্যায়ের আর্থিক লেনদেন সংক্রান্ত, পারিবারিক বিরোধ যেমন যৌতুক-নারী নির্যাতন, অতি তুচ্ছ ঘটনা, প্রতিহিংসাপরায়ণ হয়ে মানুষকে হয়রানি করার জন্য অভিযোগ ইত্যাদি।”

যেসব অভিযোগ আমলে নেওয়ার এখতিয়ার আছে দুদকের:
১। সরকারি কর্মচারী/সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি বা অন্য কোনো যেকোনো ব্যক্তির অবৈধভাবে নিজ নামে/বে-নামে সম্পদ অর্জন।
২। সরকারি কর্তব্য পালনের সময় সরকারি কর্মচারী/ব্যাংকার/সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি কর্তৃক উৎকোচ (ঘুষ)/উপঢৌকন গ্রহণ।
৩। সরকারি অর্থ/সম্পত্তি আত্মসাৎ বা ক্ষতিসাধন।
৪। সরকারি কর্মচারী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যবসা/বাণিজ্য পরিচালনা।
৫। সরকারিকর্মচারী কর্তৃক জ্ঞাতসারে কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার প্রচেষ্টা।
৬। কোনো ব্যক্তির ক্ষতিসাধনকল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্যকরণ।
৭। ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের মানিলন্ডারিং।
৮। সরকারি কর্মকর্তা-কর্মচারী/ব্যাংকার কর্তৃক জাল-জালিয়াতি এবং প্রতারণা ইত্যাদি।

বর্তমানে অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়াদি বিবেচনায় নেওয়া হয়:
১। অভিযোগটি কমিশনের তফসিলভুক্ত অপরাধ কিনা।
২। অভিযোগটি সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক কিনা।
৩। অপরাধ সংঘটনের সময়কাল উল্লেখ করা হয়েছে কিনা।
৪। অভিযুক্ত ব্যক্তির অভিযোগের সাথে সংশ্লিষ্টতা।
৫। অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিবর্গের পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ আছে কিনা।
৬। অভিযোগের গুরুত্ব ও মাত্রা।
৭। অভিযোগে আর্থিক সংশ্লেষের পরিমাণ।
৮। অভিযোগকারীর নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ আছে কিনা।
৯। অন্যান্য প্রাসঙ্গিক আইন পর্যালোচনা করে দেখা হয় যাতে অভিযোগটি আদালতে প্রমাণযোগ্য কিনা।

   

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর গেন্ডারিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

;

নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নোয়াখালী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর সদর উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ এক গৃহবধূকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক নাজমা আক্তার (৪০) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মার্টার পাড়ার সিরাজ মঞ্জিলের নুর নবীর স্ত্রী।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, গতকাল বুধবার রাত ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার সিরাজ মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক নাজমা নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়ার সিরাজ মঞ্জিলে ভাড়া থাকত। ওই ভাড়া বাসা থেকে সে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে নাজমা তার পরিহিত স্যালোয়ারের ডান কোচের ভিতর থেকে ২০০ পিস ইয়াবা বের করে দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

;

থাই পিএমও-তে প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে শুক্রবার (২৬ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই প্রধানমন্ত্রী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় বৈঠকে দু’নেতা দ্বিপাক্ষিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এরপর কিছু ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে সেখানে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে সই হবে।
দুই নেতা একান্তেও বৈঠক করবেন।

গভর্নমেন্ট হাউসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান এবং এরপর সেখানে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাকে লাল গালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।
শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসের অতিথি বইতে স্বাক্ষর করেন এবং এরআগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন।

গভর্নমেন্ট হাউস ত্যাগের আগে শেখ হাসিনা সেখানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত বুধবার (২৪ এপ্রিল) ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ড গেছেন।

সূত্র-বাসস

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯



Sajid Sumon
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ২২ কেজি ৫৮৯ গ্রাম গাঁজা, ১৯০ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

;