হজে অব্যবস্থাপনায় জিরো টলারেন্স নীতি জেদ্দা হজ মিশনের



জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট

  • Font increase
  • Font Decrease

সৌদি আরব (জেদ্দা) থেকে: আর মাত্র ১ মাস পর ঢাকা থেকে শুরু হবে হজফ্লাইট। এবার হজপালন করতে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজারসহ সৌদি আসছেন ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হজপালন নিশ্চিত করতে আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরবের বাংলাদেশ হজ অফিস। দিনরাত ২৪ ঘন্টা অফিস খোলা রেখে প্রাথমিকভাবে হজ এজেন্সিগুলোকে প্রয়োজনীয় সেবা দিচ্ছে এই মিশন।

হজযাত্রীদের সঙ্গে অনিয়ম ও প্রতারণা ঠেকাতে আগেভাগেই কোমড়বেঁধে নেমেছে জেদ্দার হজ অফিস।

জেদ্দার কাউন্সেলর (হজ) মো. মাকসুদুর রহমান বার্তা২৪.কমকে জানান, বাংলাদেশ থেকে আসা নারী হজযাত্রীরা আমার কাছে ‘মা’। এ ছাড়া সন্মানিত সকল হজযাত্রীদের কল্যাণ নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় এখানে সার্বক্ষণিক কাজ করছে। সৌদি আরবে হজে আসা বাংলাদেশিদের সংখ্যা বিশ্বে চতুর্থ।

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের আগাম প্রস্তুতির বিষয়টি এখানে প্রশংসিত হয়েছে।

ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে সৌদি হজ মন্ত্রণালয়ের যে বৈঠক ও চুক্তি হয়েছে, সেখানে আমাদের আগাম ব্যবস্থাপনা আর তৎপরতাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব।

বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা ১০ ভাগ বাড়ানোর অনুরোধ করেছি আমরা। সেই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। হজযাত্রীদের সঙ্গে অনিয়ম-অব্যবস্থাপনার ব্যাপারে আমাদের নীতি- জিরো টলারেন্স। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের অবস্থানও বেশ কঠোর।

তাদের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে গতবার ৪৭টি এজেন্সিকে নিষিদ্ধ করার পাশাপাশি আমরা ৬'শ ৩৫টি এজেন্সির মধ্যে ১শ' এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবারও ৫শ'২৮টি এজেন্সিকে আমরা কড়া বার্তা দিয়েছি, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

জনসংখ্যার অনুপাতে ইন্দোনেশিয়া,পাকিস্তান ও ভারতের পর হজযাত্রীর সংখ্যায় আমরা এখানে চতুর্থ বৃহত্তম দেশ।

‘অন্যান্য দেশ যেভাবে হজযাত্রীদে গাইড করে আমাদের তা কঠোরভাবে মেনে চলতে হবে। সৌদি আরব এসে অনেকেই গাইডদের পরামর্শ মানতে চান না, নিজেদের মতো চলতে চান; বিপত্তি দেখা দেয় তখনই।’ বলছিলেন জেদ্দার কাউন্সেলর (হজ) মো. মাকসুদুর রহমান।

জনপ্রশাসনের অষ্টম ব্যাচের মেধাবী এই কর্মকর্তা আগে ছিলেন কাতারে। সততা ও একাগ্রতায় তাকে সমীহ করেন এখানকার কমিউনিটির নেতাসহ দেশটির মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এখানে যোগদানের পর থেকেই হজযাত্রীদের হয়রানি, তাদের সঙ্গে প্রতারণা ও অনিয়মের কারণগুলো নিজ তাগিদেই অনুসন্ধান করেন তিনি।

অতীতে এজেন্সির প্রতিনিধির (মোনাজ্জেম) দায়িত্ব পালন না করায় কিংবা তাদের অবহেলায় যাতায়াত, আবাসন ও খাবারসহ নানা হয়রানির শিকার হতে হয়েছে হজযাত্রীদের।

হাজীদের ক্রুটিপূর্ণ,চুক্তিহীন বা মানহীন বাড়িতে রাখা, এক বাড়িতে অতিরিক্ত হাজী রাখা এবং মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে তার সুপারিশেই বাতিল করা হয় অসংখ্য এজেন্সির লাইসেন্স।

হজে আসার আগে হজযাত্রীদের পুলিশ ভেরিভিকেশন নামের "হয়রানি’ তুলে দেওয়া হয় তারই পরামর্শে।

আরবি ভাষায় অত্যন্ত পারদর্শী হওয়ায় কোনো দোভাষী ছাড়াই তিনি সরাসরি কথা বলেন সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণলয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে।

যে কারণে সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের মনোভাব তিনি যেমন সহজেই বুঝতে পারেন, তেমনি বোঝাতে পারেন সৌদিতে অবস্থানকালীন সময়ে হাজীদের প্রয়োজনীয় চাহিদার কথাও। বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গির বিষয়টিও। আর এভাবে তিনি অন্যদের তুলনায় একটু বাড়তি সুবিধা আদায় করতে পারেন সহজেই।

হজ গাইড সম্পর্কে তিনি বলেন, তারা এক অর্থে ইমাম সাহেবের মতো। তাদের এ দেশে আসার আগে নূন্যতম তিনটি বিষয় সম্পর্কে ধারনা থাকা অত্যন্ত জরুরি।

প্রথমত: এখানকার পথঘাট চিনতে হবে, হজের রীতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। একইসঙ্গে আরবি ভাষা জ্ঞানও থাকতে হবে- নচেৎ হজযাত্রীদের দুর্ভোগে পড়তে হবে।

৭ জন স্থায়ীসহ বর্তমানে ১২ জনের জনবল দিয়েই জেদ্দার হজ মিশনের অধীনে চলছে মক্কা ও মদিনার অফিস। হজ মওসুমে হজযাত্রীদের সেবায় চিকিৎসক, নার্স, আইটি বিশেষজ্ঞ ও প্রশাসনিক কর্মকর্তাসহ সহস্রাধিক গাইড নিয়োগ চূড়ান্ত করেছে মন্ত্রনালয়। সেই ছক ধরেই সমন্বয় সাধন করে ব্যস্ত সময় পার করছে এখানকার হজ মিশন। জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশের হজ অফিস দিনরাত ২৪ ঘন্টাই খোলা থাকছে। হাজীদের জন্যে বাড়িভাড়া ছাড়াও সৌদি সরকারের নিয়মানুযায়ী দেশের বৈধ হজ এজেন্সির মোনাজ্জেমরা (হজ এজেন্সির মনোনীত প্রতিনিধি যিনি সৌদি আরবে দাপ্তরিক কার্যাবলী করবেন) সৌদি আরবের মোয়াল্লেমদের সঙ্গে সমন্বয়ের কাজটিই করছেন এই হজ মিশনের মাধ্যমে।

জাতীয় হজনীতির আলোকে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের হজের আরকান, সৌদি আরবের আইন কানুন, ভ্রমণের নিয়ম- কানুন, নাগরিক জ্ঞান,ব্যাগেজ রুল প্রভৃতি বিষয়ে নিজ উদ্যোগে জানার ওপর গুরুত্ব দিয়েছেন জেদ্দায় বাংলাদেশ সরকারের প্রতিনিধি কাউন্সেলর (হজ) মো. মাকসুদুর রহমান।

   

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এই সফরে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন।

মঙ্গলবার (২১ মে) দুদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করতে যাবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (২০ মে) এক বিবৃতিতে বাংলাদেশ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার স্বার্থ এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করব। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর এই সময়ে বাংলাদেশে আমার প্রথম সফর করতে পেরে আমি আনন্দিত।

বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা গভীরের কাজ করছে অস্ট্রেলিয়া। পাশাপাশি কাজ করছে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা এবং মানবপাচারের মতো অভিন্ন চ্যালেঞ্জের কার্যকর সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রেও।

পেনি ওং বলেন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জনগণের বেশ ভালো সখ্যতা রয়েছে। বাংলাদেশের ৫০ হাজারে বেশি মানুষ অস্ট্রেলিয়ায় বসবাস করেন। অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা কীভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবিক সহযোগিতা করছে সেখানে আমি তা দেখব।

;

সাবেক সেনাপ্রধান আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ

  • Font increase
  • Font Decrease

দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শুধু আজিজ আহমেদ নয়, তাঁর পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) (২০ মে) দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল (অব.) আজিজ আহমেদকে, পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন।

বিবৃতিতে বলা হয়েছে, তাঁর (আজিজ আহমেদ) কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন।

আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।

;

জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দিবে ফ্রান্স



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দিবে ফ্রান্স

জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দিবে ফ্রান্স

  • Font increase
  • Font Decrease

ফ্রান্স সরকার বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৩০০ মিলিয়ন ইউরো ঋণ প্রদান করবে।

এ লক্ষ্যে সোমবার (২০ মে) বাংলাদেশ সরকার ও ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এই অর্থ মূলত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এএফডির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সেসিলিয় কর্টসি সিএফএ চুক্তিতে সই করেন।

ঋণ চুক্তির আওতায় এই অর্থ জলবায়ুর নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে কার্যকর ও শক্তিশালী ভিত্তি প্রস্তুত করা এবং জলবায়ু-সহিঞ্চু ও স্বল্প কার্বন নিঃসরণ ভিত্তিক অগ্রযাত্রায় ব্যয় করা হবে।

;

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২০ মে) পৌঁণে ১০টার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন দুজন। এসময় একটি প্রাইভেটকার ভাঙচুর ও তিনটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়া হয়।

এঘটনায় আহত দুজন হলেন -রোহান (৩৮), রাজু (২৪)। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী সিলেট সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পিয়াং সোম ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের অনুসারী রোহানের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রাত পৌনে ১০টার দিকে হাউজিং স্টেট এলাকায় একটি প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সোমবার রাত ১০টার দিকে রোহানসহ তার পক্ষের নেতাকর্মীরা নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় মোটরসাইকেল করে পিয়াংয়ের খোঁজ নিতে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোহানের পক্ষের তিনটি মোটরসাইকেল আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় রোহান ও রাজু নামে দুজন আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ জানান, তারা দুজনেই কমিটি পূর্ণাঙ্গ করার জন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় অবস্থান করছেন। সিলেটে দুই পক্ষের মধ্যে ঝামেলার বিষয়টি শুনেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আগুনে দগ্ধ তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ও দুজন আহত হয়েছেন। এ ব্যাপারে কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

;