বাংলাদেশের সংবাদপত্রে মোদি-হাসিনার দিল্লির বৈঠক



রাজীব নন্দী, কনসালটিং এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চার দিনের সরকারি সফরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং চুক্তির খবর রোববার (৬ অক্টোবর) ফলাও প্রচার পেয়েছে বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় দৈনিকগুলোতে। আসুন দেখে নিই বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর প্রথম পৃষ্ঠার সজ্জায় কীভাবে উপস্থাপন করল হায়দ্রাবাদ হাউসের এই দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের সাতটি চুক্তিপত্রের খবর।

ইন্দো-বাংলা মিডিয়া এডুকেটরস হোয়াটসএপ গ্রুপের সৌজন্যে জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম-এর জন্য এই সংবাদপত্র বিশ্লেষণ এবং গ্রাফিক্স উপস্থাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, বার্তাটোয়েন্টিফোর.কম-এর কনসালটিং এডিটর রাজীব নন্দী এবং তাঁর সহ-গবেষক, মাল্টিমিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম ‘গো গ্লোবাল’ টিমের সমন্বয়ক জাওয়াদ হোসাইন।

বাংলাদেশের পাঠকপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম ‘ফেনী নদীর পানি নেবে ভারত’। প্রধান সংবাদের সঙ্গে দুই প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। অপর জাতীয় দৈনিক কালের কণ্ঠ মোদি-হাসিনার যৌথ ছবিসহ প্রধান শিরোনাম করেছে ‘ফেনী নদী থেকে ভারতকে পানি দিল বাংলাদেশ’। প্রথম পৃষ্ঠায় মোদি হাসিনার উচ্ছ্বল একটি যৌথ ছবিও তারা লিড ছবি হিসেবে সংবাদের সঙ্গে প্রকাশ করেছে। সমকাল দুই প্রধানমন্ত্রীর বেশ বড়সড় ছবি সহ শিরোনাম করেছে ‘সম্পর্কের উচ্চতায় উচ্ছাস’। সঙ্গে লাল বাক্স করে আলাদা দুটো আইব্রো ও সংযুক্ত করেছে। প্রথম পৃষ্ঠায় এই সংবাদ বাদে আরও একটি খবর রয়েছে এ সম্পর্কিত। চট্টগ্রামের বনেদি দৈনিক পত্রিকা আজাদী তাদের প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম করে ‘খুলেনি তিস্তার জট’। সঙ্গে প্রধানমন্ত্রীর ঠাকুর শান্তি পুরস্কার পাওয়ার একটি ছবি ও খবর ছাপানো হয়। চট্টগ্রামেরই অপর দৈনিক পূর্বকোণ দুই প্রধানন্ত্রীর করমর্দনের ছবি সহকারে ‘ফেনী নদীর পানি যাবে ত্রিপুরায়’ লিখে প্রধান শিরোনাম করেছেন।

এছাড়া আরও দুটো সংবাদ দৈনিকটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশ তাদের প্রথম পৃষ্ঠায় ‘হাসিনা-মোদি বৈঠকে ৭ চুক্তি তিন প্রকল্প উদ্বোধন’ লিখে ছবিসহ শিরোনাম করেন। দৈনিকটির প্রথম পেইজে আরও ৩টি খবর প্রকাশ করেছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত পত্রিকায় লাল কালিতে ‘বাংলাদেশ-ভারত ৭ চুক্তি ৩ প্রকল্প উদ্বোধন’ লিখে প্রধান শি্রোনাম প্রকাশিত হয়।

যুগান্তরে প্রধান শিরোনাম হয়েছে ‘তিস্তা চুক্তির অপেক্ষায় বাংলাদেশের জনগণ’। পত্রিকাটি ফেনী নদীর শিরোনাম থেকে বের হয়েব তিস্তা নিয়ে যে দেশের মানুষের যে আগ্রহ সেটিকেই লিড করেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর ছবিও প্রকাশ করে তারা। প্রাচীনপন্থী পত্রিকা বলে খ্যাত দৈনিক ইত্তেফাক তাদের পত্রিকার থার্ড লিডে ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর ছবিসহ ‘ফেনী নদীর পানি প্রত্যাহার করতে পারবে ভারত’ শিরোনাম প্রকাশিত করেছে। বহুলপ্রচারিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকা লাল কালিতে ‘দিল্লিতে হাসিনা-মৌদি বৈঠক’ লিখে প্রধান শিরোনাম প্রকাশ করেন প্রধানমন্ত্রীদ্বয়ের ছবি সহকারে। ডানঘেঁষা পত্রিকা দৈনিক ইনকিলাবে প্রথম পৃষ্ঠায় সেকেন্ড লীডে প্রধানমত্রী হাসিনা ও মৌদির ছবি ছাপিয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্ববাসীর জন্য দৃষ্টান্তঃ প্রধানমন্ত্রী’ শিরোনাম করে। তারা শেখ হাসিনার বক্তব্যের একটি উদ্ধৃতি উল্লেখ করে শিরোনামটি প্রকাশ করে। এটি ছাড়া আরও একটি খবর এ বিষয়ে প্রকাশিত হয় এই পত্রিকায়।

দৈনিক জনকণ্ঠে ‘যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি।। হাসিনাকে মোদির আশ্বাস’ লিখে শিরোনাম প্রকাশ করে। পত্রিকায় তিস্তার বিষয়টি যে এখনো ভারত ঝুলিয়ে রেখেছে সেটি তুলে ধরে শিরোনাম করে তারা। দুই প্রধানমন্ত্রীর বৈঠক পরবর্তী বিবৃতি প্রদানের একটি ছবিও প্রকাশ করেন তারা। এছাড়া দুটি বক্স নিউজ সহ চারটি নিউজ প্রকাশিত করে। অপরদিকে সম্ভ্রান্ত ইংরেজি দৈনিক The Daily Star পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেন ‘Feni water given; wait on for Teesta’। দৈনিকটি ফেনী নদীর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টিকেও শিরোনামে যুক্ত করেন এবং দুই প্রধামন্ত্রীর হাস্যোজ্জ্বলল একটি ছবিও প্রকাশ করেন। এছাড়া আরও একটি খবর তারা ছাপায়। Daily Sun পত্রিকাটি তাদের প্রধান শিরোনাম করেন ‘Bangladesh to export LPG to Tripura’. ত্রিপুরায় এলপিজে রফতানির খবরটি তারা শিরোনাম করেছেন এখানে। দৈনিকটিতে আরও দুটি সংবাদসহ দুই প্রধানমন্ত্রীর যৌথ ছবি প্রকাশ করে।

জাতীয় দৈনিক দেশ রূপান্তর লাল কালিতে প্রধান শিরোনাম করেছে ‘ভারত যাবে ফেনী নদীর পানি, আশ্বাসে বন্দি তিস্তা’। এই সংবাদটি ছাড়াও আরও দুটি পৃথক খবর এবং মোদি-হাসিনার যৌথ ছবি প্রকাশ করেছে দৈনিকটি। NEWAGE পত্রিকায় ‘India allowed to withdraw water from Feni River’। পত্রিকাটিতে ভারতের তিস্তা চুক্তি ও বাংলাদেশের উপকূল ব্যবহার নিয়ে আরো দুটি খবর প্রকাশিত করে। তারা দুই প্রধানমন্ত্রীর তালিরত অবস্থার একটি ছবি ও নদী থেকে পানি নেয়ার মোদীর একটি কার্টুন প্রকাশ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ে দু’দেশের মধ্যে যে সব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেগুলো সকলের বাংলাদেশী পাঠকদের মনোযোগ দাবি করে। কারণ, এই সব চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে অনেক বিষয় আছে যেগুলো সকলের বোঝা দরকার। প্রতিবেশী ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’র প্রধান খবরে বলা হয়েছে- ‘শেখ হাসিনার টানা তিন বার জয় আর নরেন্দ্র মোদির উপর্যুপরি দু’বার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের নতুন ইনিংসে দ্বিপাক্ষিক সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করলেন আজ’। ফলে দেখা গেছে, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক যোগাযোগ বাড়ানো থেকে শুরু করে সাংস্কৃতিক আদানপ্রদান সংক্রান্ত একাধিক চুক্তি সই হওয়ার খবর বাংলাদেশের সবগুলো সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় যথেষ্ট গুরুত্ববহ।

   

নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নোয়াখালী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর সদর উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ এক গৃহবধূকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক নাজমা আক্তার (৪০) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মার্টার পাড়ার সিরাজ মঞ্জিলের নুর নবীর স্ত্রী।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, গতকাল বুধবার রাত ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার সিরাজ মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক নাজমা নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়ার সিরাজ মঞ্জিলে ভাড়া থাকত। ওই ভাড়া বাসা থেকে সে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে নাজমা তার পরিহিত স্যালোয়ারের ডান কোচের ভিতর থেকে ২০০ পিস ইয়াবা বের করে দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

;

থাই পিএমও-তে প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে শুক্রবার (২৬ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই প্রধানমন্ত্রী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় বৈঠকে দু’নেতা দ্বিপাক্ষিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এরপর কিছু ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে সেখানে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে সই হবে।
দুই নেতা একান্তেও বৈঠক করবেন।

গভর্নমেন্ট হাউসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান এবং এরপর সেখানে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাকে লাল গালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।
শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসের অতিথি বইতে স্বাক্ষর করেন এবং এরআগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন।

গভর্নমেন্ট হাউস ত্যাগের আগে শেখ হাসিনা সেখানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত বুধবার (২৪ এপ্রিল) ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ড গেছেন।

সূত্র-বাসস

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯



Sajid Sumon
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ২২ কেজি ৫৮৯ গ্রাম গাঁজা, ১৯০ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

;

বীর মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, পৌর মেয়রের বিচারের দাবি



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরের রায়পুরে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. মঞ্জুরুল আলমের কুশপুত্তলিকা দাহ করে প্রকাশ্যে অবমাননার ঘটনায় মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় মেয়র রুবেল ভাটের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা এ সাংবাদিক সম্মেলন করেন। একজন মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে সুবিচার চেয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলমের ব্যবসায়ীক অংশীদার সৈয়দ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা তাজল ইসলাম, জাফর আহমেদ ভূঁইয়া ও মোকতার আহমেদ ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঞ্জুরুল আলম বলেন, ২০২২ সালে রায়পুর থানা মসজিদ সংলগ্ন আমি ও আমার অংশীদার যৌথভাবে একটি ৯ তলা ভবন নির্মাণের কাজ শুরু করি। শুরু থেকেই মেয়র রুবেল ভাট আমার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে আসছে। কিন্তু আমি চাঁদা দেবো না বলছি। এরমধ্যেই পঞ্চম তলার কাজ সম্পন্ন হয়েছে। ষষ্ঠ তলার কাজ চলমান রয়েছে। গত ৪ মার্চ মেয়র রুবেল ভাটের লোকজন এসে আমাদের ভবনের সামনে রাউন্ড দেওয়াল ভেঙে দেয়। আমি এসে কারণ জানতে চাইলে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একইদিন আমি ওমরাহর জন্য রায়পুর থেকে চলে যায়। আমার অংশীদার সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ আহম্মদ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরও পরদিনের একটি মারামারির ঘটনা সাজিয়ে মেয়র তার কার্যালয়ের কার্যসহকারী মহিন উদ্দিন বিপুকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ চাঁদা দাবির ঘটনায় আমি মেয়র রুবেলভাটসহ ৬ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে ২১ এপ্রিল মামলা দায়ের করি। এর জের ধরে আমার বিরুদ্ধে মঙ্গলবার (২৩ এপ্রিল) মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে মেয়রের লোকজন আমার কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল করেছে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই। আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

মঞ্জুরুল আলমের ব্যবসায়ীক অংশীদার সৈয়দ আহম্মদ বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বর্তমান সরকারের অন্যতম স্লোগান। এরপরও মেয়র রুবেল ভাট একজন মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ করেছে। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করিয়েছে। যারা দেশ স্বাধীন করেছে তাদের এমন অপমান কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এসব বিষয়ে জানতে চাইলে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, আমি ঢাকায় ছিলাম। আগে জানতাম না, পরে শুনেছি। আমি পৌরসভার নির্বাচিত মেয়র আমার পক্ষে লোকজন আসতেই পারে। কেউ যদি এসে মিছিল বা অন্য কিছু করে তাতো আমার বিষয় না। পক্ষে-বিপক্ষে লোকজন থাকবে এটাই স্বাভাবিক।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, মেয়রের বিরুদ্ধে মামলার তদন্তে আদালতের নির্দেশনা পেয়েছি। আগামি ৬ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। এছাড়া পৌর কর্মচারী বিপুও একটি মামলা করেছেন মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলমের বিরুদ্ধে। দুটি মামলাই তদন্ত চলছে। মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহের ঘটনাটি জানা নেই।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান বলেন, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিছিল হয়েছে শুনেছি। কুশপুত্তলিকা দাহ করার ঘটনাটি জানা নেই। কেউ আমাকে বলেনি। এমন ধরণের ঘটনা অবশ্যই ঘৃণিত কান্ড। এ ঘটনায় তিনি মানহানি মামলা করতে পারেন। সেক্ষেত্রে তাঁকে সহযোগীতা করা হবে।

;