৪২ টাকার পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের খাতুনগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় মেসার্স আজমির ভান্ডার এবং শাহ আমানত ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

অভিযানে আজমির ভান্ডারে ৪২ টাকা দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে এবং শাহ আমানত ট্রেডার্সে ৬৫ টাকা কেজি দরে বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার প্রমাণ পেলে প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দেয়া হবে।

বিজ্ঞাপন