অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের আনোয়ারায় রোগী বাহী একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত অন্তত চারজন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে আনোয়ারার চাতুরি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, মফিজ উদ্দিন (৭০), তার ছেলের বউ জয়নব বেগম (২৫)।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি দুলাল বলেন, 'চট্টগ্রাম নগরী থেকে অ্যাম্বুলেন্সে এক ব্যক্তির মরদেহ নিয়ে আনোয়ারায় ফিরছিলেন কয়েকজন। চাতরী বাজারের উত্তরে আসার পর আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। সেখানেই এক নারী দগ্ধ হয়ে মারা যায়। আর ওই স্থানে আরেক দগ্ধ পুরুষের মরদেহও পাওয়া যায়। তবে তিনি আগে থেকে মৃত বলে জানায় স্থানীয়রা।'

বিজ্ঞাপন

দুজনের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে বলে জানিয়ে ওসি বলেন, আরও চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।