চট্টগ্রামে ১৩০ পিস স্বর্ণের বারসহ আটক ১

  • Rishat Sabbir
  • |
  • Font increase
  • Font Decrease

১৩০ পিস স্বর্ণের বার জব্দ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

১৩০ পিস স্বর্ণের বার জব্দ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৬৩ গ্রাম ওজনের ১৩০ পিস স্বর্ণের বারসহ জয়নাল আবেদীন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছেন বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বিজ্ঞাপন

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান জানান, চট্টগ্রামের বাসিন্দা মো. জয়নাল নামের ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে চার্জার লাইটের ৬টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। জয়নালের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।

বিজ্ঞাপন