গুজব সার্বভৌমত্বের জন্য হুমকি

  • নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জঙ্গিবাদবিরোধী আলেম-উলামা ও শিক্ষার্থী সমাবেশ, ছবি: সংগৃহীত

জঙ্গিবাদবিরোধী আলেম-উলামা ও শিক্ষার্থী সমাবেশ, ছবি: সংগৃহীত

মিথ্যা তথ্য ও গুজব রটানো শুধু ব্যক্তি বা সামাজিক বন্ধনের জন্য হুমকি নয়, একটি জাতি বা রাষ্ট্রের সম্প্রীতি ও সার্বভৌমত্বের জন্যও হুমকিস্বরূপ।

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে জঙ্গিবাদবিরোধী আলেম-উলামা ও শিক্ষার্থী সমাবেশে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের হালিশহর উম্মুল কোরা ইসলামি একাডেমি মাদরাসায় অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা এহসানুল হক এর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোরআনে কারিম তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরুর পর মাদরাসার শিক্ষার্থীদের জঙ্গীবাদবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। পরে শিক্ষার্থী ও মাদরাসার আলেম-উলামাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা।

বিজ্ঞাপন

আলোচনায় মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা বাহাউদ্দীন ইমামি বলেন, ‘আল্লাহতায়ালা বলেছেন, হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, তোমরা তা পরীক্ষা করে দেখবে। যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে যাতে নিজেদের কৃতকর্মের জন্য তোমাদের অনুতপ্ত হতে না হয়।’ -সূরা হুজরাত

সুতরাং কোনো কিছু শুনেই বিশ্বাস করা যাবে না। যাচাই-বাছাই করতে হবে। চিলে কান নিয়েছে শুনে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌঁড়ানো যাবে না। মনে রাখতে হবে, জঙ্গিরা মানবতা ও ইসলামের শত্রু। তারা ইসলামের বদনাম করতে সদা তৎপর। তাই তাদের থেকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে জিনাত সোহানা চৌধুরী বলেন, অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। মিথ্যা তথ্য ও গুজব রটানো সামাজিক বন্ধনের জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি একটি রাষ্ট্রের সম্প্রীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ। কারণে-অকারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সরলমনা জনগণকে যারা বিপথগামী করছে তাদের বিরুদ্ধে আলেম সমাজকে রুখে দাঁড়াতে হবে।

বিএমএর কোষাধ্যক্ষ ডা. আরিফুল আমিন বলেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদ ও উগ্রবাদীদের কোনো স্থান নেই। এই সমস্যা মোকাবেলায় সবার একযোগে কাজ করতে হবে।

সিজেকেএস কাউন্সিলর আবদুর রসীদ লোকমান বলেন, নৈতিক শিক্ষার অভাবে সমাজে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এটাকে নিয়ন্ত্রণে আনতে আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আনাস ও হাফেজ সাবিত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী, ডা. হোসাইন আহমেদ, রেজাউল করিম ভুট্টো, গাজী গোলাম মোস্তফা, ছাত্রনেতা গোলাম ছামদানী জনি ও বাহারে আলম প্রমুখ।

প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ উইংয়ের যুগ্ম-সমন্বয়ক সৌরভ মুৎসুদ্দী এবং কার্যকরী সদস্য মাহিন আল মামুন ও মো. আবু সায়েম রিমন।

উল্লেখ্য, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন কওমি ও আলিয়া মাদরাসায় জঙ্গিবাদবিরোধী আলেম-উলামা ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এসব সমাবেশের কারণে, তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে জঙ্গিবাদবিরোধী জনমত গড়ে উঠছে।