লেদারটেক বাংলাদেশ-২০১৯ শুরু ৩১ অক্টোবর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চামড়া ও চামড়াজাত শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাধিক টেকসই প্রযুক্তি তুলে ধরতে আগামী ৩১ অক্টোবর ২০১৯ থেকে শুরু হচ্ছে এ শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো 'লেদারটেক বাংলাদেশ ২০১৯'।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে এক সংবাদ সম্মেলনে ট্রেড শোর আয়োজক সংস্থা এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আনুষ্ঠানিক ভাবে তারিখটি ঘোষণা দেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সপ্তমবারের মতো আয়োজিত তিন দিন ব্যাপী এ ট্রেড শোতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং
ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, ক্যামিকেল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, চামড়া খাতে শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি 'লেদারটেক বাংলাদেশ ২০১৯ এর উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

আইসিসিবির ৫ টি হলে আয়োজিত আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বিশ্বের ২০ টি দেশের ৩০০
টি বেশি প্রতিষ্ঠান ফিনিশড লেদার, ট্যানিং লেদারের জন্য মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যসহ এর সংশ্লিষ্ট প্রযুক্তি উপস্থাপন করবে।