সৌদি আরবের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ড.এ কে আবদুল মোমেন, ছবি: সংগৃহীত

প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ড.এ কে আবদুল মোমেন, ছবি: সংগৃহীত

সৌদি আরবের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ড.মোমেন প্রেরিত এক বাণীতে জনগণ, সরকার ও তার নিজের পক্ষ থেকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে আন্তরিকভাবে সম্মান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যগত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অনেক মূল্যবান উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব কয়েক দশক ধরে সর্বোত্তম সম্পর্ক উপভোগ করছে যা সাম্প্রতিক বছরগুলোতে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদ্যমান চমৎকার ভ্রাতৃত্বের সম্পর্কগুলো আগামী দিনে আরও গভীর হবে। ড.মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা এবং সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম মানুষের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করেন।

বিজ্ঞাপন