বিকট শব্দ, পেছনে তাকাতেই চার শিশুর রক্তাক্ত শরীর!
'রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর রোডের মাথায় বেলুন কিনতে এসেছিল ঝিলপাড় বস্তির ৭/৮ শিশু। গ্যাস দিয়ে যখন বেলুন ফোলানো হচ্ছিল তখনই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডার ঘিরে রাখা চারজন শিশু স্পটেই মারা যায়। মুহূর্তে রক্তে ভিজে যায় জায়গাটা। এখনও আমার কান বন্ধ হয়ে আছে। আমি কিছুই শুনতে পারছিনা'- এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় রূপনগর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, পাশে দাঁড়িয়ে থাকা এক নারীর (২৩) এক হাত উড়ে যায়। হাতটি গিয়ে ৫ থেকে ৭ হাত দূরে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে তারও মৃত্যু হয়।
রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে আগুন লাগে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
এটা বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার ছিল। নিহত চারজন শিশু ও একজন নারী বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রূপনগরের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে ঢামেকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ শিশু, ২ জন পুরুষ ও একজন নারী রয়েছে।