বিধিমালা প্রণয়ন ছাড়া সড়ক পরিবহন আইন স্বয়ংসম্পূর্ণ নয়

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলন

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলন

বিধিমালা প্রণয়ন ব্যতীত সড়ক পরিবহন আইন-২০০৮ বাস্তবায়ন করা হলে এর কার্যকারিতা ‘স্বয়ংসম্পূর্ণতা’ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। একইসঙ্গে আইনের কিছু ধারা জামিনযোগ্য করার দাবিও জানান তিনি।

শনিবার (২ নভেম্বর) সকালে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই আইনে আমাদের পূর্ণ সমর্থন আছে। পরিবহন মালিকদের কাছে আইনের কপি পৌঁছে দেওয়া হচ্ছে।

এ সময় পরিবহন মালিকদের আইনে মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে খুব দ্রুত বিধিমালা প্রণয়নের দাবি জানান খন্দকার এনায়েত উল্যাহ।

বিজ্ঞাপন