ঢাকার পথে খোকার মরদেহ
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে পরিবার।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশে সময় সকাল ১০টা ২০ মিনিটে নিউইয়র্ক থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ নিয়ে আসা হচ্ছে। বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং শায়রুল কবির খান।
মরদেহের সঙ্গে তার পরিবারের সদস্যগণ ছাড়াও রয়েছেন আব্দুস সালাম চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছবেন।
উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সময় বেলা ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।