বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর উত্তর বাড্ডায় মফিজ মেম্বার কলোনির একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বাবুল মিয়া।
তিনি বলেন, উত্তর বাড্ডার মফিজ মেম্বার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরো চারটি ইউনিট যোগ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এখন মোট ৭টি ইউনিট কাজ করছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সর্ম্পকে জানা যায়নি। তাছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আগুন নিয়ন্ত্রণের পরে জানা যাবে।