কাদায় আটকে পড়া হাতিটিকে বাঁচানো গেলো না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কাদায় আটকে পড়া হাতি, ছবি: সংগৃহীত

কাদায় আটকে পড়া হাতি, ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় কাদায় আটকে পড়া বন্য হাতিটিকে আর বাঁচানো গেল না। শুক্রবার (৮ নভেম্বর) চুনতি নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় হাতিটি কাদায় আটকা পড়ে।

রবিবার (১০ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পায়ে গুরুতর জখম নিয়ে পাহাড়ি রাস্তায় পড়ে যায় হাতিটি। টানা একদিন এভাবেই পড়ে ছিল হাতিটি। শনিবার (৯ নভেম্বর) সকালে হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

হাতিটিকে উদ্ধার করার পর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের (চকরিয়া) চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তার চিকিৎসা শুরু করেন। হাতির গায়ের কাদামাটি পরিষ্কার করার পর দেখা যায়, হাতিটির পায়ে গ্যাংগ্রিনে (পচনশীল ঘা) আক্রান্ত ছিল। পেছনের দুই পায়ে ঘা থাকায় হাতিটি কাদায় আটকে যায়। গ্যাংগ্রিনের কারণে ওই দুই পা অবশের মতো ছিল। এ কারণেই হাতিটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন।

বিজ্ঞাপন