বাংলাদেশ-জাপানের সম্পর্ক আরও ভালো হবে
বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো হবে। বাংলাদেশে জাপানি বিনিয়োগ আনতে দূতাবাস অব্যাহতভাবে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত নাওকি ইতো।
মঙ্গলবার (১২ নভেম্বর) জাপানের দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্যের শুরুতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বাংলাদেশি ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান জাপানি রাষ্ট্রদূত।
নাওকি ইতো বলেন, এর আগে আমি মিয়ানমারে ও ভারতে দায়িত্ব পালন করেছি। জাপানি ৩শ’ কোম্পানি বাংলাদেশে কাজ করছে। দূতাবাস সবসময় বাংলাদেশে এ পরিবেশ বাড়িয়ে তুলতে কাজ করছে। কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাহায্য করতে জাপান অব্যাহত সহায়তা করে যাচ্ছে।
জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, আমি আশা করি আমার দায়িত্বকালে জাপান ও বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, বাংলাদেশ ও জাপান খুবই ভালো বন্ধু। বাংলাদেশ ও জাপানের দুই পতাকার মধ্যে এতই মিল যে দুই দেশ একসঙ্গে কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকে।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা স্মরণ করেন।