রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্বরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার অ্যাফেয়ার্সের সেক্রেটারি কামরুল আহসানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হকের পদে স্থলাভিষিক্ত হবেন।
বিজ্ঞাপন
কামরুল আহসান একজন পেশাদার কূটনীতিক (বিসিএস) হিসেবে ১৯৮৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। নিজের কূটনীতিক ক্যারিয়ারে কামরুল আহসান বেইজিং, লন্ডন, ওয়াশিংটন ডিসি এবং দুবাইয়ে বাংলাদেশ মিশনে দক্ষতার সঙ্গে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
কানাডা এবং সিঙ্গাপুরে হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন কামরুল আহসান। ২০১৬ সালে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
বিজ্ঞাপন
কামরুল আহসান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে পড়াশোনা করেছেন।
সাতক্ষীরায় দ্রুতগামী যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মাছ বাজার ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি এলাকার সেনপুর হাটে গরু পৌঁছে দিয়ে নিজ আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। পথিমধ্যে বিনেরপোতা মাছ বাজার ব্রিজের কাছে পৌঁছেছে বিপরীত দিক দিয়ে আসা পরিবহনকে সাইড দিয়ে আলমসাধু নিয়ে দাড়িয়ে যান রফিকুল ইসলাম। এসময় দ্রুতগামী একটি পরিবহনের পিছনের অংশের সাথে ধাক্কা খায় আলমসাধুটি। এতে ঘটনাস্থলেই নিহত হন আলমসাধু চালক রফিকুল ইসলাম।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু এটি মহাসড়ক, হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৬ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৯ হাজার ৮০৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৩৬ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৬৭ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মুহুর্মুহু ডিম নিক্ষেপ আর মিছিলের মুখে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে আদালতে হাজির না করে সরাসরি কারাগারে নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শফিক ও তার স্ত্রীকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তার গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপন করেন।
বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকায় গ্রেফতারের পর বগুড়া সদর থানা পুলিশের একটি টিম তাদেরকে বগুড়ায় নিয়ে আসে। সন্ধ্যায় শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌঁছালে মিছিল থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করা হয়। একপর্যায় তাদেরকে আদালতে না তুলে পুলিশ ও সেনা সদস্যদের পাহারায় প্রিজন ভ্যান কারাগারের দিকে চলে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন নিরাপত্তার কারনে শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যাওয়া হয়। বগুড়া সদর থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে আবেদন করা হয়। বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একজন কিডনি রোগীকে সাহায্য করতে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে গ্রেফতারকৃতরা বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলে ব্যাংকে ডাকাতির চেষ্টা ও জিম্মি তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা নানাভাবে ডাকাতদের বুঝিয়ে আশ্বস্ত করেছি। প্রথমে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে নানাভাবে বুঝিয়ে পুলিশের জিম্মায় নেই।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানিয়েছেন, তারা কোনো চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে একটি ফ্যান্টাসিতে ভুগে এই কাজ ঘটিয়েছে। তারা ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিলো। এই টাকা দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার কথা জানিয়েছে। পাশাপাশি এই টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের বলে জানিয়েছে।
গ্রেফতার তিন জনের মধ্যে দুজন কেরানীগঞ্জ ও আরেকজনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।
ব্যাংক ডাকাতির ঘটনায় আটককৃতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি পিস্তল আসল নয়, খেলনা বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু ও একটি ড্রিল মেশিন।
এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।
জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।