চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে ভবন ধস, নিহত ৭
চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধসহ আহত হয়েছেন আরো ২৫ জন। সবাইকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক জসিম জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভবনের সামনে থাকা পথচারীও আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরও জানান, এখনও উদ্ধার কাজ চলমান। দেয়ালের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা আমরা খুঁজে দেখছি। ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। এখানে ৬-৭ সদস্যের এক পরিবার বাস করতেন।