নভোএয়ারের প্লেনের চাকা পাংচার, রক্ষা পেল ৩৩ যাত্রী

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

চাকা পাংচার হওয়া নভোএয়ারের প্লেন, ছবি: সংগৃহীত

চাকা পাংচার হওয়া নভোএয়ারের প্লেন, ছবি: সংগৃহীত

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ার এয়ারলাইনসের একটি প্লেনের চাকা পাংচার হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে নভোএয়ারের প্লেনটি। শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করার সময় প্লেনের পেছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে পাংচার হয়ে যায়।

ল্যান্ডিংয়ের পর চাকায় ত্রুটি ধরা পড়ে বলে দাবি করেছেন শাহ মখদুম বিমানবন্দর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দিলারা পারভীন। তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ফ্লাইটটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে পেছনের বামপাশের চাকায় ত্রুটি ধরা পড়ে। পরে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে নভোএয়ারের আরেকটি ফ্লাইটে ইঞ্জিনিয়াররা গিয়ে দুর্ঘটনাকবলিত ফ্লাইটের চাকা পরিবর্তন করেন।’

বিজ্ঞাপন

চাকা পরিবর্তনের জন্য কিছুটা সময় লাগায় রাজশাহী থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় কিছুটা পেছানো হয়। সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি রাজশাহী ছেড়ে গেছে।