লাইসেন্স প্রত্যাশী বেড়েছে দশগুণ, হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা
নতুন সড়ক পরিবহণ আইন কার্যকর হওয়ার পর থেকে অস্বাভাবিক হারে ভিড় বেড়েছে রাজশাহী বিআরটিএ অফিসে। নতুন ড্রাইভিং লাইসেন্স, নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবা পেতে রাজশাহী বিআরটিএ অফিসে ভিড় করছেন মানুষজন। আগে প্রতিদিন গড়ে তিনশ'র মতো আবেদন জমা পড়তো অফিসটিতে। কখনও কখনও সংখ্যাটা থাকতো আরও কম। কিন্তু এখন আবেদন পড়ছে তিন হাজারেরও বেশি। যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন অফিসের কর্মকর্তারা।
এ বিষয়ে রাজশাহী বিআরটিএ অফিসের সহকারী পরিচালক এসএম কামরুল হাসান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'জনবল সংকট আগে থেকেই ছিল। তবে চাপ কম থাকায় তা আমরা কেউ আঁচ করতে পারিনি। তবে গত ১৫ কার্যদিবসে রাত-দিন কাজ করেও চাপ সামাল দিতে পারছি না। এটা সত্যিই অস্বাভাবিক!'
রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী নওদাপাড়ায় বিআরটিএ অফিসে গিয়ে দেখা যায়, লম্বা লাইন। আবেদনের হিড়িক পড়েছে তাদের মধ্যে। নতুন আইন কার্যকর হওয়ার পর দীর্ঘদিনের অলস্য ভেঙে কেউবা এসেছেন লাইসেন্স করাতে, আবার কেউ এসেছেন নবায়ন করতে। এছাড়া যানবাহন রেজিস্ট্রেশন ও তা নবায়ন করতে অফিস সময় শুরুর আগ থেকে সেখানে লাইন ধরে দাঁড়িয়েছেন অনেকে। তবে দীর্ঘ লাইনে দাড়িয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ করছে ভুক্তভোগীরা।
বিআরটিএ রাজশাহী কার্যালয়ে লাইসেন্স করাতে আসা নাহিদুর রহমান বলেন, 'আগে অল্প-স্বল্প জরিমানা ছিল, পাত্তাই দিতাম না। কিন্তু নতুন আইনে জরিমানা হলে পকেট থেকে মোটা অংকের টাকা যাবে। জরিমানা গোনার চেয়ে দ্রুত লাইসেন্স করিয়ে নেওয়ায় ভালো।'
আরেক ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী শহিদুল ইসলাম বলেন, 'অলসতার কারণে লাইসেন্স করা হয়নি। তবে সবারই ড্রাইভিং লাইসেন্স নেওয়া উচিত। বিষয়টি আমি গুরুত্বসহকারে নিয়েছি। আর আমি সরকারকে ধন্যবাদ এমন আইন করার জন্য। আশা করি আমার মতো সবাই আইন মেনে চলবে।'