গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের পরিবার পাবেন এক লাখ টাকা
চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এছাড়া আহতদের যাবতীয় চিকিৎসার ব্যয় বহন করবে চসিক।
রোববার (১৭ নভেম্বর) সকালে বিস্ফোরণের সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন মেয়র এবং নিহতদের দাফনের জন্য নগদ বিশ হাজার টাকা করে প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ, নীলু নাগ, সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল ও চসিক প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহমদ।
এরপর সিটি মেয়র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের দেখতে মর্গে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকার্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, রিদুয়ান রায়হান প্রমুখ।