চোখের পলকে এটিএম বুথ থেকে ১০ লাখ টাকা গায়েব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এটিএম বুথের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এটিএম বুথের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পূবালী ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে ৯ লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়েছে দুই ব্যক্তি।

এটিএম বুথের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে তাদের গ্রেফতারে মাঠে নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ নভেম্বর) বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহিদুর রহমান রিপন।

গত ১৭ ও ১৮ নভেম্বর কুমিল্লা এবং চট্টগ্রামে পূবালী ব্যাংকের দুটি শাখার এটিএম বুথ থেকে অভিনব কায়দায় টাকা তুলে নেওয়ার এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
অপরাধীদের ধরতে মাঠে নেমেছে ডিবি পুলিশ

এটিএম বুথের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, প্রথমে এক অপরাধী এটিএম বুথে প্রবেশ করেই চাবি দিয়ে টেলার মেশিনের উপরের অংশ খুলে তার মধ্যে কিছু একটা প্রবেশ করান। এর পর রিমোট কন্ট্রোল জাতীয় যন্ত্র হাতে নিয়ে কাজ শুরু করেন। এ সময় বেশ কয়েকটি কার্ড ঢুকিয়ে ওই যন্ত্রের সহায়তায় টাকা তুলে নেন।

ডিবির এই কর্মকর্তা বলেন, আমরা এই চক্রটিকে গ্রেফতারের চেষ্টা করছি। কেউ যদি এই দুই অপরাধীকে চিনতে পারেন, তা হলে মোবাইল ফোনে (০১৭১৩৩৯৮৫৯৬) জানাতে অনুরোধ করছি।