প্রবাসীর বাড়িতে মিলল ৭ হাজার কেজি লবণ, আটক ৪
ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে স্থানীয় এক প্রবাসীর বাড়ি থেকে সাত হাজার কেজি লবণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। লবণের কৃত্রিম সংকট তৈরির লক্ষে অবৈধভাবে মজুদের দায়ে এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।
আটক চারজন হলেন- শাকিল ইসলাম (১৮), পারভেজ উদ্দিন (২৪), ছালেখ মিয়া (২২) ও হৃদয় ইসলাম (১৯)।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ধলা বাজারের কাছে মুজিবর রহমান নামে এক প্রবাসীর বাড়িতে এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দেশে লবণের দাম বেড়েছে এ গুজবকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা লাভ করতে কিছু অসাধু ব্যবসায়ী ওই বাড়িতে তিনটি ঘরে কৃত্রিম গুদাম তৈরি করে লবণগুলো মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির একটি দল। এসময় ৭ হাজার কেজি লবণ জব্দ ও ৪ জনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের সঙ্গে আরো যারা জড়িত আছে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।