চসিক মেয়রের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার'র সাক্ষাত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্টদূতকে ক্রেস্ট উপহার দেন মেয়র, ছবি: সংগৃহীত

রাষ্টদূতকে ক্রেস্ট উপহার দেন মেয়র, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির ফরিদ আবু হাসান।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে টাইগারপাস সিটি মেয়রের কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা দু’দেশের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সংস্কৃতিসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

মেয়র মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্টদূতকে চট্টগ্রাম সফরের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মালয়েশিয়া অগ্রযাত্রার বিশ্বস্ত সঙ্গী। এই প্রসঙ্গে সিটি মেয়র রাষ্ট্রদূতের মাধ্যমে নগরীর পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি সেক্টরের সার্বিক উন্নয়নে মালয়েশিয়ার উদ্যেক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

চট্টগ্রাম নগরীর শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে মালয়েশিয়ার বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন এবং সংস্কৃতির আদান-প্রদান কিভাবে করা যায় সে বিষয়ে সিটি মেয়র ও রাষ্টদূত বিষদ আলোচনা করেন।

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ধর্মীয় সংস্কৃতি এক ও অভিন্ন। তাই দু’দেশের মধ্যে সংস্কৃতি আদান প্রদান হলে দু’দেশেরই জনগণ উপকৃত হবে।

বৈঠকে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, পিএইচপি গ্রুপের ফ্যামিলি ভাইস চেয়ারম্যান মো. মহসিন, নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এসময় সিটি মেয়র রাষ্টদূতকে সিটি করপোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করেন।