ময়মনসিংহে ৬ দিনব্যাপী লোক সংগীত উৎসব শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

সংগীত উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, ছবি: বার্তা২৪.কম

সংগীত উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহে শুরু হয়েছে ছয় দিনব্যাপী আঞ্চলিক লোক সংগীত উৎসব। রোববার (১ ডিসেম্বর) বিকেলে নগরের জিমনেসিয়াম মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘ময়মনসিংহের সংস্কৃতির ঐতিহ্যকে আমরা আরও প্রসারিত করতে চাই। আমরা সংস্কৃতির আদিযুগে ফিরে যেতে চাই। সেই লক্ষ্যে এ উৎসবটি যেন যুগযুগ ধরে চলতে থাকে, সেই ব্যবস্থা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে করে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

জেলা প্রশাসন আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ছয় দিনের এ উৎসবে লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্টল রয়েছে ২৮টি। এছাড়া উৎসবে লোকজ সংগীতের পাশাপাশি থাকছে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

বিজ্ঞাপন

উৎসবটি চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত। আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) পর্দা নামবে এ আয়োজনের।