'উন্নতি সরকার দলীয়দের হয়েছে দেশের না'
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দেশের কোন উন্নতি হয়নি উন্নতি হয়েছে সরকারদলীয় নেতাকর্মীদের।
বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পেঁয়াজ, চাল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকার বলে দেশে ব্যাপক উন্নতি হয়েছে, দেশ ডিজিটাল হয়েছে। বাস্তবে দেখতে গেলে দেশে কিছুই হয়নি বরং ক্ষতি হয়েছে। এই সরকার দেশের কোনো উন্নতি করতে পারে নাই। উন্নতি হয়েছে পকেট ভারী হয়েছে যারা সরকারের সাথে জড়িত ছিল, সরকারদলীয় নেতাকর্মীদের।
জুনায়েদ সাকী আরো বলেন, সরকার যেমন ভোট চুরি করেছে। তেমনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। গুম খুন আরে টেন্ডারবাজি করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। দেশের টাকা অনেকেই লুটপাট করেছে শুধু জিকে শামীম, সম্রাট নয় আওয়ামী লীগের শত শত এমপি-মন্ত্রীদের পকেটেও আছে দুর্নীতির টাকা।
তিনি আরো বলেন, অনেক পেঁয়াজ দেশে আমদানি করা হয়েছে, উৎপন্ন হয়েছে কিন্তু দাম কমছে না। সরকার এই সিন্ডিকেটকারীদের লালন পালন করছে। এই সিন্ডিকেট করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকার, সরকারদলীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আবুল হাসান রুবেল, ফিরোজ আহমেদ, বাচ্চু ভূঁইয়া সহ গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।