‘গত নির্বাচনে বিএনপি মাঠ ছাড়ায় আমরা ফাঁকা মাঠে গোল দিয়েছি’

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নাসিম, ছবি: বার্তা২৪.কম

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নাসিম, ছবি: বার্তা২৪.কম

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি ভুলে ভরা দল। গত নির্বাচনে তারা অর্ধেক মাঠ থেকে চলে গেছে, আমরা ফাঁকা মাঠে গোল দিয়েছি।’

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘খালি মাঠে আর গোল দেওয়া যাবে না। ক্ষমতায় আছি বলে আত্মতৃপ্তিতেও থাকা যাবে না। আগামী নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। তাই বিভেদ ভুলে দলকে গতিশীল করতে হবে। আগামী লড়াইয়ে বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

বিজ্ঞাপন
রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম, ছবি: বার্তা২৪.কম

জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ।

এদিকে, প্রথম অধিবেশন শেষে বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। সেখানে দলের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতা এবং ৩৬০ জন কাউন্সিলর অংশ নিয়েছেন। কাউন্সিল অধিবেশন শেষে আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।