নারীদের বাদ দিয়ে উন্নতি সম্ভব নয়: মেয়র

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, ছবি: সংগৃহীত

বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী বিশ্বে নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচি পালিত হয়ে আসছে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে একটি র‍্যালি বের হয়।

বিজ্ঞাপন

র‍্যালি শেষে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের সমাজ ব্যবস্থা মূলত পুরুষতান্ত্রিক। এ সমাজ ব্যবস্থায় পুরুষ নারীকে তার সমকক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে ভাবে। অন্যদিকে নারীদেরও মনস্তাত্ত্বিক কাঠামো ঠিকভাবে গড়ে না উঠায় সহিংসতার মাত্রা বাড়ছে। তিনি এ ধরনের সহিংসতা বন্ধে সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। এতে বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, এলআইইউপিসি’র টাউন ম্যানেজার সরওয়ার হোসেন খান, নারী নেত্রী কৌহিনুর আক্তার, আনোয়ারা আলম।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মোরশেদ আলম, সাহেদ ইকবাল বাবু, মোবারক আলী, মো. আবুল হাসেম, মো. শফিউল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, মোছাম্মৎ ফারজানা পারভীন, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।