সিলেটে নতুন সড়ক আইনে ৪০ মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেটে নতুন সড়ক আইনে ৪০ মামলা

সিলেটে নতুন সড়ক আইনে ৪০ মামলা

সিলেটে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর শুরু করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) প্রথমদিনেই বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার কথা থাকলেও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইনের প্রয়োগ করতে সময় নেয় সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, নতুন সড়ক পরিবহন আইনে মামলা দায়ের কার্যক্রম শুরু করতে সোমবার সকাল থেকে নগরের চৌহাট্টা পয়েন্টে অবস্থান নেন পুলিশের ট্রাফিক শাখার কর্মকর্তারা।

এ সময় মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নিকুলিন চাকমা, সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খায়ের, টিআই (প্রশাসন) মুহিবুর রহমান, টিআই (প্রসিকিউশন) রাশেদ মামুন চৌধুরী, টিআই হানিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন