‘১২ ডিসেম্বর খালেদার জামিন না হলে একদফার আন্দোলন’

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহীতে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মিজানুর রহমান মিনু

রাজশাহীতে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মিজানুর রহমান মিনু

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘১২ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন শুনানির তারিখ রয়েছে। ওই দিন তাকে জামিন না দেওয়া হলে নেত্রীর মুক্তির দাবিতে সারা দেশে একদফার আন্দোলন গড়ে তোলা হবে। সবকিছু বিসর্জন দিয়ে হলেও বেগম জিয়াকে মুক্ত করা হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন । খালেদা জিয়ার মুক্তি ও সিরাজগঞ্জসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেন।

বিজ্ঞাপন

মিনু আরও বলেন, ‘বেগম জিয়া এখন মারাত্মক অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু চিকিৎসকরা তাঁকে সুচিকিৎসা দিচ্ছে না। তাঁকে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। আদালত বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন চাইলেও চিকিৎসকরা না দিয়ে আদালত অবমাননা করেছে।’

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর সভাপতি এবং সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলা খোকা প্রমুখ।

বিজ্ঞাপন